নিজস্ব প্রতিবেদক | সোমবার, ০৩ জুলাই ২০২৩ | প্রিন্ট
সদ্য বিদায়ী ২০২২-২৩ অর্থবছরে বাংলাদেশে রেমিট্যান্স এসেছে ২ হাজার ১৬১ কোটি ৬ লাখ মার্কিন ডলার। যা আগের অর্থবছরের চেয়ে ৫৭ কোটি ৯০ লাখ মার্কিন ডলার বেশি। ২০২১-২০২২ অর্থবছরে মোট রেমিট্যান্স এসেছিল ২ হাজার ১০৩ কোটি ১৬ লাখ মার্কিন ডলার।
রোববার (২ জুলাই) কেন্দ্রীয় ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
তথ্য পর্যালোচনায় দেখা গেছে, ২০২২-২৩ অর্থবছরের সদ্য সমাপ্ত জুন মাসে রেমিট্যান্স এসেছে ২১৯ কোটি ৯০ লাখ ডলার। যা আগের মাসের চেয়ে ৫০ কোটি ৭৩ লাখ ডলার বেশি। মে মাসে রেমিট্যান্স এসেছিল ১৬৯ কোটি ১৬ লাখ ডলার। এছাড়া, আলোচ্য অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে এসেছে ২০৯ কোটি ৬৩ লাখ ডলার, আগস্টে ২০৩ কোটি ৬৯ লাখ ডলার, সেপ্টেম্বরে ১৫৩ কোটি ৯৬ লাখ ডলার, অক্টোবরে ১৫২ কোটি ৫৫ লাখ ডলার, নভেম্বরে ১৫৯ কোটি ৫১ লাখ ডলার, ডিসেম্বরে ১৬৯ কোটি ৯৭ লাখ ডলার, জানুয়ারিতে ১৯৫ কোটি ৮৮ লাখ ডলার, ফেব্রুয়ারিতে ১৫৬ কোটি ডলার এবং মার্চে ২০২ কোটি ২৪ লাখ ডলার রেমিট্যান্স এসেছে।
এর আগে গত ২০২১-২২ অর্থবছরের রেমিট্যান্সের মধ্যে জুলাইয়ে এসেছে ১৮৭ কোটি ১৪ লাখ ডলার, আগস্টে ১৮১ কোটি ১ লাখ, সেপ্টেম্বর মাসে ১৭২ কোটি ৬৭ লাখ, অক্টোবরে ১৬৪ কোটি ৬৮ লাখ, নভেম্বর ১৫৫ কোটি ৩৭ লাখ, ডিসেম্বরে ১৬৩ কোটি ৬ লাখ, জানুয়ারিতে ১৭০ কোটি ৪৫ লাখ ডলার, ফেব্রুয়ারিতে ১৪৯ কোটি ৪৪ লাখ, মার্চে ১৮৫ কোটি ৯৭ লাখ, এপ্রিলে ২০১ কোটি ৮ লাখ, মে মাসে ১৮৮ কোটি ৫৩ লাখ এবং জুন মাসে রেমিট্যান্স এসেছে ১৮৪ কোটি মার্কিন ডলার।
ব্যাংকাররা জানিয়েছেন, বৈধ পথে রেমিট্যান্স পাঠালে নগদ প্রণোদনা পাওয়া যায়। এছাড়া, বৈধ পথে রেমিট্যান্স পাঠাতে সরকার প্রবাসীদের নানা ধরনের সুবিধা দিয়েছে। এসব কারণে বৈধ পথে রেমিট্যান্স আহরণ বেড়েছে।
এ পর্যন্ত ২০২০-২১ অর্থবছরে সর্বোচ্চ রেমিট্যান্স আহরণ হয়েছিল। ওই অর্থবছরে রেমিট্যান্স আহরণের পরিমাণ ছিল ২ হাজার ৪৭৭ কোটি ৭৭ লাখ মার্কিন ডলার।
Posted ১:১৯ অপরাহ্ণ | সোমবার, ০৩ জুলাই ২০২৩
desharthonity.com | Rina Sristy