নিজস্ব প্রতিবেদক | রবিবার, ০২ জুলাই ২০২৩ | প্রিন্ট
দেশের বাঁজারে কাঁচা মরিচের অস্বাভাবিক দাম বৃদ্ধির মধ্যে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে ভারত থেকে দেশে প্রবেশ করেছে ৬ ট্রাক কাঁচা মরিচ।
ঈদুল আজহার ছুটি শেষে রবিবার বেলা ১১টার দিকে প্রথম প্রথম পণ্য বোঝাই ট্রাক-লরি বাংলাদেশে প্রবেশ করে।
ছুটি শেষে সকল আমদানি রপ্তানি কার্যক্রম শুরুর প্রথম দিন দুপুর ১২টা পর্যন্ত ২১টি পাথর বোঝাই ট্রাক ও ৬টি কাঁচা মরিচের ভারতীয় ট্রাক বাংলাদেশে প্রবেশ করে।
ভোমরা স্থলবন্দর সিএন্ডএফ এজেন্টস্ এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মাকসুদ খান বলেন, ঈদুল আজহার কারণে গত মঙ্গলবার থেকে শনিবার পর্যন্ত পাঁচদিন ছুটি ছিল ভোমরা স্থল বন্দরে। রবিবার থেকে আমদানি রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে।
Posted ২:৪৮ অপরাহ্ণ | রবিবার, ০২ জুলাই ২০২৩
desharthonity.com | Rina Sristy