সোমবার ২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

 দেড় মাসের মধ্যে সর্বনিম্ন লেনদেন ডিএসইতে

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ২২ ফেব্রুয়ারি ২০২৩ | প্রিন্ট

 দেড় মাসের মধ্যে সর্বনিম্ন লেনদেন ডিএসইতে

দিনভর সূচক ওঠানামার মধ্যদিয়ে সপ্তাহের তৃতীয় কর্মদিবস বুধবার (২২ ফেব্রুয়ারি) দেশের পুঁজিবাজারে লেনদেন হয়েছে। শেয়ার কেনার চেয়ে বিক্রির চাপে এদিন দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক কমেছে দশমিক ৫৩ পয়েন্ট। তবে অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক বেড়েছে দশমিক ২৮ পয়েন্ট।

সূচকের পাশাপাশি অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম কমায় এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ২৫৭ কোটি ৬৩ লাখ ৪০ হাজার টাকা। যা ১ মাস ২০ দিনের মধ্যে সর্বনিম্ন লেনদেন। এর আগের চলতি বছরের ২ জানুয়ারি ডিএসইতে লেনদেন হয়েছিল ১৪৬ কোটি ৫০ লাখ ৯০ হাজার টাকা।

ডিএসইর তথ্যমতে, বুধবার বাজারটিতে ৩০৮টি প্রতিষ্ঠানের ৩ কোটি ৯০ লাখ ২২ হাজার ৯২৩টি শেয়ার ও ইউনিট কেনা-বেচা হয়েছে। এ কেনা-বেচা থেকে মোট লেনদেন হয়েছে ২৫৭ কোটি ৬৩ লাখ ৪০ হাজার টাকা। আগের কর্মদিবস সোমবার লেনদেন হয়েছিল ৩২৬ কোটি ৭২ লাখ ২০ হাজার টাকা।

এদিন ডিএসইতে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে মাত্র ৩৬টি কোম্পানির শেয়ারের, বিপরীতে কমেছে ১২০টির, আর অপরিবর্তিত রয়েছে ১৫২টি কোম্পানির শেয়ারের দাম।

অধিকাংশ খাতের শেয়ারের দাম কমায় ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে দশমিক ৫৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৬ হাজার ২১৮ পয়েন্টে।

ডিএসইএস শরিয়াহ্ সূচক আগের দিনের তুলনায় দশমিক ৬৩ পয়েন্ট কমে ১ হাজার ৩৫৯ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক আগের দিনের তুলনায় দশমিক ৪ পয়েন্ট কমে ২ হাজার ২২১ পয়েন্টে অবস্থান করছে।

ডিএসইতে লেনদেনের শীর্ষে থাকা ১০টি কোম্পানি হলো- শাইনপুকুর সিরামিকস, বাংলাদেশ শিপিং কর্পোরেশন, জেনেক্স ইনফোসিস, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, রয়েল টিউলিপ সি পার্ল, জেমিনি সি ফুড, আমরা নেটওয়ার্কস, রুপালী লাইফ ইন্স্যুরেন্স, ওরিয়ন ফার্মাসিউটিক্যালস এবং অ্যাপেক্স ফুটওয়ার লিমিটেড।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্য সূচক সিএএসপিআই দশমিক ২৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ৩৬০ পয়েন্টে। সিএসইতে লেনদেন হয়েছে ৪ কোটি ৬৯ লাখ ১৬ হাজার ৭৩৯ টাকার শেয়ার।

সিএসইতে লেনদেনে অংশ নেওয়া ১২২টি প্রতিষ্ঠানের মধ্যে ২৪টির দাম বেড়েছে। বিপরীতে কমেছে ৪৬টির ও ৫২টির দাম অপরিবর্তিত রয়েছে।

Facebook Comments Box
advertisement

Posted ১০:০৮ পূর্বাহ্ণ | বুধবার, ২২ ফেব্রুয়ারি ২০২৩

desharthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

ক্যালেন্ডার

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
ভারপ্রাপ্ত সম্পাদক
গোলাম ফারুক
Contact

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

Phone: 01759881611

E-mail: editor@desharthonity.com