নিজস্ব প্রতিবেদক | সোমবার, ২৬ জুন ২০২৩ | প্রিন্ট
পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে ব্যাংকিং চ্যানেল বেড়েছে প্রবাসীদের আয় বা রেমিট্যান্স প্রবাহ। চলতি (জুন) মাসের প্রথম ২৩ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ১৭৯ কোটি ৬৬ লাখ মার্কিন ডলার। এ অঙ্ক আগের মাসের চেয়ে সাড়ে ১০ কোটি মার্কিন ডলার বেশি। মে মাসে রেমিট্যান্স এসেছিল ১৬৯ কোটি ১৬ লাখ মার্কিন ডলার। এ ধারা অব্যাহত থাকলে মাস শেষে রেমিট্যান্স ২০০ কোটি মার্কিন ডলার ছাড়িয়ে যাবে।
রোববার (২৫ জুন) কেন্দ্রীয় ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
কেন্দ্রীয় ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, ঈদ উৎসবে মানুষের বাড়তি খরচ হয়। সামনে ঈদ অনেকে কোরবানি দেবে। তাই কোরবানির পশু কিনতে প্রবাসীরা বেশি বেশি অর্থ পাঠাচ্ছেন। গত ২৩ দিনে যে হারে রেমিট্যান্স এসেছে এ ধারা অব্যাহত থাকলে জুন মাসে রেকর্ড পরিমাণ প্রবাসী আয় আসবে।
তথ্য পর্যালোচনায় দেখা গেছে, ২৩ দিনে রেমিট্যান্স এসেছে ১৭৯ কোটি ৬৬ লাখ ডলার। দেশীয় মুদ্রায় এর পরিমাণ ১৯ হাজার ৪৯৪ কোটি টাকা (প্রতি ডলার ১০৮ টাকা ৫০ পয়সা ধরে)। এর মধ্যে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে ২৭ কোটি ৮৪ লাখ ৬০ হাজার ডলার, বিশেষায়িত একটি ব্যাংকের মাধ্যমে ৯ কোটি ৫৭ লাখ ৪০ হাজার মার্কিন ডলার, বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে ১৪১ কোটি ৭৪ লাখ ১০ হাজার ডলার এবং বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৫০ লাখ ৩০ হাজার মার্কিন ডলার।
উল্লেখ্য, রেমিট্যান্স বাড়াতে কেন্দ্রীয় ব্যাংক বিভিন্ন উদ্যোগ নিয়েছে। বৈধ পথে রেমিট্যান্স পাঠাতে বিভিন্নভাবে উৎসাহ দিয়ে যাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। সর্বশেষ সেবার বিনিময়ে দেশে রেমিট্যান্স আয় আনতে ফরম সি পূরণ করার শর্ত শিথিল করেছে। পাশাপাশি সেবা খাতের উদ্যোক্তা ও রপ্তানিকারকদের ঘোষণা ছাড়াই ২০ হাজার মার্কিন ডলার বা সমপরিমাণ বৈদেশিক মুদ্রা দেশে আনার সুযোগ দেওয়া হয়েছে।
গত ২০২১-২০২২ অর্থবছরে মোট রেমিট্যান্স এসেছে ২ হাজার ১০৩ কোটি ১৭ লাখ মার্কিন ডলার। এর আগে ২০২০-২১ অর্থবছরে রেমিট্যান্স আহরণের পরিমাণ ছিল ২ হাজার ৪৭৭ কোটি ৭৭ লাখ মার্কিন ডলার।
Posted ১:১৩ অপরাহ্ণ | সোমবার, ২৬ জুন ২০২৩
desharthonity.com | Rina Sristy