নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার, ২০ জুন ২০২৩ | প্রিন্ট
পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি রিপাবলিক ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ২৩তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) সোমবার (১৯ জুন) ভার্চুয়াল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন রিপাবলিক ইন্স্যুরেন্সের চেয়ারম্যান হানিফ চৌধুরী। এ সময় কোম্পানির সিইও এ কে এম সারোয়ার, স্বতন্ত্র পরিচালক মো. আব্দুর রউফ, চেয়ারম্যান মোহাম্মদ আরিফ, সহ-সভাপতি সফিউল হকসহ বিপুল সংখ্যক বিনিয়োগকারী ভার্চুয়ালি উপস্থিত ছিলেন।
সভা সঞ্চালনা করেন কোম্পানির ডিএমডি ও সিএস সজন কুমার বাসাক ।
সভায় ৩১ ডিসেম্বর ২০২২ সমাপ্ত বছরের বার্ষিক আর্থিক প্রতিবেদনের উপর আলোচনা করেন পরিচালনা পর্ষদ সদস্য ও বিনিয়োগকারীরা।
সমাপ্ত বছরে শেয়ারহোল্ডারদের জন্য ঘোষিত সাড়ে ১০ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়ার প্রস্তাব সভার অন্যান্য আলোচ্যসূচির সাথে সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়।
Posted ৮:৩৯ অপরাহ্ণ | মঙ্গলবার, ২০ জুন ২০২৩
desharthonity.com | Rina Sristy