নিজস্ব প্রতিবেদক | রবিবার, ১৮ জুন ২০২৩ | প্রিন্ট
এবার কোরবানির পশুর চার হাজার ৩৯৯টি হাট বসবে সারা দেশে। সব পশুর হাট ও গুরুত্বপূর্ণ রাস্তার মোড়ে ওয়াচ টাওয়ার বসাবে আইনশৃঙ্খলা বাহিনী। একইসঙ্গে এসব জায়গা সিসি ক্যামেরার মাধ্যমেও মনিটর করা হবে। সারা দেশে সড়ক-মহাসড়কে কোনও ধরনের পশুরহাট বসানো যাবে না। সুনির্দিষ্ট তথ্য ছাড়া আইনশৃঙ্খলা বাহিনীও কোনও পশুবাহী যানবাহন থামাতে পারবে না।
ঈদুল আজহা উপলক্ষে আইনশৃঙ্খলা কমিটির সভা শেষে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল আজ রবিবার (১৮ জুন) এসব তথ্য জানান। কোরবানির ঈদ ও পশুর হাট ঘিরে আইনশৃঙ্খলা বাহিনী যেসব ব্যবস্থা নিচ্ছে, সে ব্যাপারে মন্ত্রী সাংবাদিকদের ব্রিফ করেন।
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, পশুরহাটে হাসিলের সাইনবোর্ড দৃশ্যমান জায়গায় হতে হবে। জালনোট শনাক্তকরণ মেশিন ও এটিএম বুথ থাকবে পশুর হাটে।
Posted ৭:২৮ অপরাহ্ণ | রবিবার, ১৮ জুন ২০২৩
desharthonity.com | munny akter