নিজস্ব প্রতিবেদক | রবিবার, ১৮ জুন ২০২৩ | প্রিন্ট
পুঁজিবাজারে জ্বালানি ও বিদ্যুৎ খাতে তালিকাভুক্ত কোম্পানি জিবিবি পাওয়ার লিমিটেডে ১৫ বছর মেয়াদি পাওয়ার পারচেজ এগ্রিমেন্টের (পিপিএ) মেয়াদ চলতি বছরের ১৬ জুন শেষ হয়েছে।এই অবস্থায় কোম্পানির বিদ্যুৎ উৎপাদন বন্ধ রয়েছে।
রোববার (১৮ জুন) ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।
বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ডের (বিপিডিবি) নির্দেশনা অনুযায়ী, গত ১৬ জুন থেকে কোম্পানির ১০ শতাংশ মেগাওয়াট ন্যাচারাল গ্যাস ফায়ার পাওয়ার প্লান্টের উৎপাদন বন্ধ রয়েছে। কোম্পানিটি পিপিএ চুক্তির মেয়াদ বাড়াতে গত ১১ জানুয়ারি বিদ্যুৎ সরবরাহের জন্য বিদ্যুৎ জ্বালানি-খনিজ সম্পদ মন্ত্রণালয়ে আবেদন করেছে।
কোম্পানিটি আরও জানায়, পিপিএ এর মেয়াদ শেষ হয়েছে। বিপিডিবি থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পরযন্ত প্রকল্পটি বন্ধ থাকবে।
জিবিবি পাওয়ার ২০০৬ সালের ১৭ অক্টোবর প্রাইভেট কোম্পানি হিসেবে গঠিত হয়েছে। পরবর্তীতে পাবলিক কোম্পানিতে রুপান্তর হয়। কোম্পানিটি বিপিডিবি সঙ্গে চুক্তির মাধ্যমে রেন্টাল ভিত্তিতে বগুড়ায় ১৫ বছর মেয়াদি পাওয়ার প্লান্ট তৈরি করে। যার মেয়াদ শেষ হয় ১৬ জুন।
প্রসঙ্গত, ২০১২ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত জিবিবি পাওয়ারের পরিশোধিত মূলধনের পরিমাণ ১০১ কোটি ৮০ লাখ ৪০ হাজার টাকা। এর মধ্যে উদ্যোক্তা/পরিচালকদের মালিকানা ৩২.০১ শতাংশ। এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের ১৫.৯৩ শতাংশ ও সাধারণ বিনিয়োগকারীদের ৫২.০৬ শতাংশ মালিকানা রয়েছে।
Posted ২:০১ অপরাহ্ণ | রবিবার, ১৮ জুন ২০২৩
desharthonity.com | Rina Sristy