নিজস্ব প্রতিবেদক | বুধবার, ২২ ফেব্রুয়ারি ২০২৩ | প্রিন্ট
দেশের প্লাস্টিক পণ্যের প্রসার ও রপ্তানি বাড়ানোর লক্ষ্যে ২১টি দেশের অংশগ্রহণে শুরু হয়েছে ১৫তম আন্তর্জাতিক প্লাস্টিক ফেয়ার (আইপিএফ)। তিন দিনব্যাপী এ প্লাস্টিক মেলা চলবে শনিবার (২৫ ফেব্রুয়ারি) পর্যন্ত।
বাংলাদেশ প্লাস্টিক দ্রব্য প্রস্তুতকারক ও রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের (বিপিজিএমইএ) আয়োজনে বুধবার (২২ ফেব্রুয়ারি) রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) এ মেলা শুরু হয়েছে।
বিপিজিএমইএ সভাপতি সামিম আহমেদ বলেন, এ মেলায় অংশ বাংলাদেশ, ভারত, চীন, তাইওয়ান, ভিয়েতনাম, শ্রীলঙ্কা, পাকিস্তান, ইন্দোনেশিয়া, দক্ষিণ কোরিয়া, বেলজিয়াম, কানাডা, যুক্তরাষ্ট্র, ফ্রান্স, হংকং, ইতালি, জাপান, মালয়েশিয়া, অস্ট্রিয়া, সিঙ্গাপুর, তুরস্ক ও সংযুক্ত আরব আমিরাতসহ বিশ্বের ২১ দেশ অংশ নিয়েছেন।
সামিম আহমেদ বলেন, আইপিএফ এখন দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর মধ্যে সবচেয়ে বড় ইভেন্টগুলোর একটি। এ মেলা প্লাস্টিক খাতে বিনিয়োগ, বাজারের আকার এবং জাতীয় ও বিশ্বব্যাপী রপ্তানি বাড়াতে সাহায্য করে। এতে প্লাস্টিকের ব্যবহারও বাড়ছে।
এ প্লাস্টিক পণ্য মেলা ১৯৮৯ সাল থেকে বিপিজিএমইএ এবং বিসিক যৌথভাবে আয়োজিত মেলা একটি স্বল্প পরিসরে অংশগ্রহণে প্রথমে হয়েছিল। সর্বশেষ ১৪তম আন্তর্জাতিক প্লাস্টিক ফেয়ারে বিভিন্ন দেশ ও জনগণের ব্যাপক অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছিল গত ২০১৯ সালের জানুয়ারি মাসে। তবে কোভিডের কারণে গত তিন বছর এ মেলা বন্ধ ছিল।
বাংলাদেশসহ ২১টি দেশ থেকে ৪৯৪টি কোম্পানি ৭৫০টি স্টল আইপিএফটি অংশ নিয়েছে। এতে মেশিনারিজ, মোল্ড, কাঁচামাল উৎপাদনকারী ও সরবরাহকারী প্রতিষ্ঠানসহ দেশে ব্যবহৃত বিভিন্ন ধরনের প্লাস্টিক পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান অংশ নিয়েছে। পাশাপাশি মেলায় দেশীয় বিভিন্ন প্রতিষ্ঠান ১৫ ক্যাটাগরিতে স্টল নিয়ে অংশ নিয়েছে।
Posted ৬:৫৮ পূর্বাহ্ণ | বুধবার, ২২ ফেব্রুয়ারি ২০২৩
desharthonity.com | Rina Sristy