নিজস্ব প্রতিবেদক | সোমবার, ২০ ফেব্রুয়ারি ২০২৩ | প্রিন্ট
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসইর) পরিচালনা পর্ষদে চারজন নতুন স্বতন্ত্র পরিচালক মনোনয়ন দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
সোমবার (২০ ফেব্রুয়ারি) ডিএসইর ব্যবস্থাপনা পরিচালকের কাছে এ সংক্রান্ত একটি চিঠি পাঠানো হয়েছে বলে বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম নিশ্চিত করেছেন।
নতুন চার জন পরিচালকরা হলেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং এবং প্রযুক্তি অনুষদের ডিন ডা. হাফিজ মো. হাসান বাবু, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং এবং বিমা বিভাগের অধ্যাপক ড. আবদুল্লাহ আল মাহমুদ, সাবেক সচিব ও বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের (বিটিটিসি) চেয়ারম্যান মো. আফজাল হোসেন এবং ওরাকল বাংলাদেশের কান্ট্রি ম্যানেজিং ডিরেক্টর (নেপাল ও ভুটান) মিসেস রুবাবা দৌলা।
এর আগে, গত ১৮ ফেব্রুয়ারি ডিএসইর বিগত পরিচালনা পর্ষদের ৬ জন স্বতন্ত্র পরিচালকের মেয়াদ শেষ হয়। পরে ডিএসই পরিচালনা পর্ষদে নতুন স্বতন্ত্র পরিচালক নিয়োগ দেওয়ার জন্য বিএসইসিতে ১৮ জনের নামের তালিকা জমা দেয়। সেখান থেকে বিএসইসি চার জনকে নিয়োগ দিয়েছে। নতুন স্বতন্ত্র পরিচালকদের নিয়ে ডিএসই নমিনেশন অ্যান্ড রিমিউনারেশন কমিটি (এনআরসি) গঠন করবে। ওই এনআরসি কমিটি বাকি দুই জন স্বতন্ত্র পরিচালক নিয়োগ দেওয়া জন্য নামের তালিকা বিএসইসিতে পাঠাবে। সেক্ষেত্রে প্রতি এক জন স্বতন্ত্র পরিচালক পদের জন্য তিন জনের নামের তালিকা পাঠাতে হবে।
ডিমিউচ্যুয়ালাইজেশন আইন অনুযায়ী, উভয় স্টক এক্সচেঞ্জের পরিচালনা পর্ষদের সদস্য সংখ্যা ১৩ জন। এর মধ্যে ৭ জন স্বতন্ত্র পরিচালক, ৪ জন শেয়ারহোল্ডার পরিচালক, একজন কৌশলগত বিনিয়োগকারী এবং একজন ব্যবস্থাপনা পরিচালক।
এ বিষয়ে বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম রাইজিংবিডিকে বলেন, ডিএসইর পরিচালনা পর্ষদের জন্য নতুন ৪ জন স্বতন্ত্র পরিচালককে মনোনয়ন দিয়ে বিএসইসি। নতুন এসব স্বতন্ত্র পরিচালকদের নিয়ে ডিএসই নমিনেশন অ্যান্ড রিমিউনারেশন কমিটি গঠন করবে। ওই এনআরসি দুইটি স্বতন্ত্র পরিচালক পদের জন্য নাম প্রস্তাব করবে।
Posted ১:২৬ অপরাহ্ণ | সোমবার, ২০ ফেব্রুয়ারি ২০২৩
desharthonity.com | Rina Sristy