সোমবার ২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

বাজেটে মহিলা ও শিশু মন্ত্রণালয়ে এডিপি বরাদ্দ বাড়ছে ২০ শতাংশ

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ২০ মে ২০২৩ | প্রিন্ট

বাজেটে মহিলা ও শিশু মন্ত্রণালয়ে এডিপি বরাদ্দ বাড়ছে ২০ শতাংশ

আগামী ২০২৩-২৪ অর্থবছরে মহিলা ও শিশু মন্ত্রণালয়ে বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) বরাদ্দ প্রায় ২০ শতাংশ বাড়বে।

আগামী অর্থবছরে এই মন্ত্রণালয়ের জন্য অনুমোদিত এ অর্থের মধ্যে ৯৭৪ কোটি ৫৩ লাখ টাকা অনুমোদন করা হয়েছে।

এ অর্থের ৮৭৯ কোটি ৫৩ লাখ টাকার সংস্থান হবে সরকারের রাজস্ব থেকে। আর প্রকল্প সহায়তা বাবদ আসবে ৯৫ কোটি টাকা।

জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সভায় ২০২৩-২৪ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি অনুমোদন করে। এ কর্মসূচিতে মহিলা ও শিশু মন্ত্রণালয়ের এ বরাদ্দ অনুমোদন করে। আগামী বছরের জন্য অনুমোদন করা বরাদ্দ চলতি ২০২২-২৩ অর্থবছরের এডিপির সংশোধিত বরাদ্দ রয়েছে ৭৭৭ কোটি ৪২ লাখ টাকা। ২০২৩-২৪ অর্থবছরে যা প্রায় ২০ শতাংশ বৃদ্ধি পাবে।

এনইসি আগামী ২০২৩-২৪ অর্থবছরের জন্য দুই লাখ ৬৩ হাজার কোটি টাকার বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) অনুমোদন দেয়। এর বাইরে স্বায়ত্তশাসিত সংস্থা বা করপোরেশনের জন্য আরও ১১ হাজার ৬৭৪ কোটি টাকার এডিপি অনুমোদিত দেয়। সব মিলে এডিপির পরিমাণ দুই লাখ ৭৪ হাজার ৬৭৪ কোটি টাকা। প্রধানমন্ত্রী ও এনইসির চেয়ারপারসন শেখ হাসিনার সভাপতিত্বে শের ই বাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ অনুমোদন দেওয়া হয়।

চলতি ২০২২-২৩ অর্থবছরের জন্য সংশোধিত বাজেটে বার্ষিক উন্নয়ন কর্মসূচি নেমেছে দুই লাখ ৩৬ হাজার ৫৬০ কোটি টাকা। মূল বাজেটে অর্থনৈতিক উন্নয়ন কর্মসূচির বরাদ্দ ছিল দুই লাখ ৫৯ হাজার ৬১৭ কোটি টাকা। সংসদে পাস করা বাজেট থেকে সংশোধিত বাজেটে প্রায় ৯ শতাংশ এডিপি কমেছে।

অর্থমন্ত্রণালয় সূত্র বলছে, আগামী জুন মাসে যখন ২০২৩-২৪ অর্থবছরের বাজেট উপস্থাপন হতে যাচ্ছে, তখন বৈশ্বিক অর্থনৈতিক ঝড়ে দেশের অর্থনীতিতে বড় ধরণের চাপ তৈরি হয়েছে। ব্যাস্টিক অর্থনীতির সব সূচকে নেতিবাচক ধারা সূচিত হয়েছে। কমছে রাজস্ব আদায়, রপ্তানি আয় ও রেমিট্যান্স প্রবাহ। নানা ধরণের উদ্যোগের পরও গতি আসছে না রপ্তানি ও প্রবাসী আয়ে। এর ধাক্কা লাগছে রাজস্বে। উচ্চ মূল্যস্ফীতিতে সঞ্চয় ও বিনিয়োগে ধাক্কা লেগেছে। বৈদেশিক মুদ্রার সঞ্চয়নে ঝুঁকি বাড়াচ্ছে। এ প্রতিকূল অবস্থার মধ্যে উপস্থাপিত হবে বাজেট। এ বাজেট বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) কিছুটা বাড়লেও একক বেশি কিছু মন্ত্রণালয়ে বরাদ্দ কম অনুমোদন হয়েছে।

Facebook Comments Box
advertisement

Posted ১:৩৫ অপরাহ্ণ | শনিবার, ২০ মে ২০২৩

desharthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

ক্যালেন্ডার

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
ভারপ্রাপ্ত সম্পাদক
গোলাম ফারুক
Contact

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

Phone: 01759881611

E-mail: editor@desharthonity.com