সোমবার ২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

খেলাপি ও মন্দ ঋণ কমাতে ব্যবস্থা নিয়েছে এনসিসি ব্যাংক: এমডি

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ১৮ মে ২০২৩ | প্রিন্ট

খেলাপি ও মন্দ ঋণ কমাতে ব্যবস্থা নিয়েছে এনসিসি ব্যাংক: এমডি

বেসরকারি খাতের ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স ব্যাংকের (এনসিসি) ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ মামদুদুর রশীদ বলেছেন, এনসিসি ব্যাংকের খেলাপি ও মন্দ ঋণের আকার কমিয়ে আনার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। আইনি প্রক্রিয়ার মাধ্যমেও পাওনা পুনরুদ্ধার প্রক্রিয়া অব্যাহত রয়েছে।

বুধবার (১৭ মে) এনসিসি ব্যাংকের ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান তিনি। ব্যাংকটির প্রধান কার্যালয়ে এ সংবাদ সম্মেলনের আয়েজন করা হয়।

মোহাম্মদ মামদুদুর রশীদ বলেন, ঋণপ্রস্তাবনা এবং বৈদেশিক বাণিজ্য প্রক্রিয়ার বিভিন্ন অসুবিধা নিরসনে কাজ করা হচ্ছে। বিশ্বে অর্থনৈতিক স্থবিরতা শুরু হয় গত বছর। এতে রেমিট্যান্স প্রবাহ কমে যায়। ব্যাপক ডলার সংকটও দেখা দেয়। এ পরিস্থিতির মধ্যেও বেশ কয়েকটি সূচকে ভালো অবস্থানে রয়েছে এনসিসি ব্যাংক। প্রায় ৭১৫ কোটি টাকা পরিচালন মুনাফা অর্জন হয়েছে।

তিনি বলেন, ব্যাংকিং খাতে নন-পারফর্মিং ঋণ বেড়েছে। করোনায় ব্যবসায়ীদের ব্যয়বৃদ্ধির কারণে অনেকে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে অর্থনৈতিক পরিস্থিতি আরও খারাপ হয়। এতে নন-পারফর্মিং ঋণ বেড়েছে। আইনি প্রক্রিয়ায় প্রায় হাজার কোটি টাকা আটকে রয়েছে।

এনসিসি ব্যাংক এমডি আরও বলেন, খেলাপি ও মন্দ ঋণের আকার কমিয়ে আনার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আবার আইনি প্রক্রিয়ার মাধ্যমেও ব্যাংকের পাওনা টাকা পুনরুদ্ধার প্রক্রিয়া অব্যাহত রয়েছে। ঋণপ্রস্তাবনা ও বৈদেশিক বাণিজ্য প্রক্রিয়ার বিভিন্ন অসুবিধা নিরসনে কাজ করা হয়েছে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ২০২২ সালে বিনিয়োগকারীদের জন্য ১০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করে এনসিসি ব্যাংক। এর মধ্যে ছিল ৫ শতাংশ নগদ ও ৫ শতাংশ বোনাস। নগদ লভ্যাংশ ঘোষণার দিক থেকে দেশের শীর্ষ ব্যাংকগুলোর মধ্যে এনসিসি একটি। গত বছরের নভেম্বরে ইসলামী ব্যাংকিং কার্যক্রম শুরু হয়েছে। ইসলামিক ব্যাংকিং খাতে প্রায় ২১৪ কোটি টাকা আমানত সংগ্রহ করা হয়েছে।

এছাড়া গ্রিন ফাইন্যান্স এবং সাসটেনেবল ফাইন্যান্সে গুরুত্ব দিচ্ছে বেসরকারি খাতের ব্যাংকটি। ২০২২ সালে গ্রিন ফাইন্যান্সে প্রায় ২৭৩ কোটি ৯৫ লাখ টাকা অর্থায়ন করে এনসিসি এবং সাসটেনেবল ফাইন্যান্সে দুই হাজার ৪৭৬ কোটি ৯৬ লাখ টাকা অর্থায়ন করা হয়েছে বলেও জানানো হয়।

 

Facebook Comments Box
advertisement

Posted ১:৪৮ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৮ মে ২০২৩

desharthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

ক্যালেন্ডার

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
ভারপ্রাপ্ত সম্পাদক
গোলাম ফারুক
Contact

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

Phone: 01759881611

E-mail: editor@desharthonity.com