নিজস্ব প্রতিবেদক | রবিবার, ১৪ মে ২০২৩ | প্রিন্ট
পর্দা নামলো ‘সেইফকন ২০২৩‘ শীর্ষক আন্তর্জাতিক প্রদর্শনীর। শনিবার (১৩ মে) সন্ধ্যা ৭টায় রাজধানীর বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে এ প্রদর্শনীর সমাপ্তি ঘোষণা করা হয়।
অবকাঠামো নির্মাণ, বিদ্যুৎ উৎপাদন, নবায়নযোগ্য জ্বালানি, সেইফ এইচভিএসিআর ও পানি ব্যবস্থাপনার সঙ্গে সংশ্লিষ্ট দেশি-বিদেশি প্রতিষ্ঠানের পণ্য ও সল্যুশন সার্ভিস নিয়ে তিন দিনব্যাপী প্রদর্শনীর আয়োজন করে সেভর ইন্টারন্যাশনাল লিমিটেড।
এবারের প্রদর্শনীতে ১৬টি দেশের ১২০টি প্রতিষ্ঠান অংশ নিয়েছে। অবকাঠামো নির্মাণের ক্ষেত্রে যেসব পণ্য টেকসই, জ্বালানি সাশ্রয়ী ও পরিবেশবান্ধব, সেসব পণ্যই এ প্রদর্শনীতে স্থান পেয়েছে। সরকারি-বেসরকারি বিভিন্ন প্রজেক্ট থেকে ভিজিটররা প্রদর্শনীতে আসেন। তারা অনেকগুলো পণ্য ও সল্যুশন সার্ভিস দেখার সুযোগ পেয়েছেন।
সেভর ইন্টারন্যাশনাল লিমিটেডের ইভেন্ট কনভেনার শিল্পী শেখ নিশি জানান, আমাদের এবারের ‘সেইফকন ২০২৩’ শীর্ষক আন্তর্জাতিক প্রদর্শনীটি সফল হয়েছে। ১৬টি দেশের ১২০টি প্রতিষ্ঠান তাদের উৎপাদিত পণ্য এখানে প্রদর্শন করেছে। আমাদের দেশে এ খাতে যারা জড়িত, তারা অনেক নতুন নতুন প্রযুক্তি বিনিময়ের সুযোগ পাবেন বলে আশা করছি।
Posted ১২:৩৩ অপরাহ্ণ | রবিবার, ১৪ মে ২০২৩
desharthonity.com | Rina Sristy