নিজস্ব প্রতিবেদক | সোমবার, ০৮ মে ২০২৩ | প্রিন্ট
তৃতীয় প্রান্তিকে বড় লোকসানের মুখে পড়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি দ্য পেনিনসুলা চিটাগং লিমিটেড। ২০২২-২৩ অর্থবছরের তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে এই চিত্র উঠে এসেছে।
যা রোববার (৭ মে) কোম্পানির পরিচালনা পর্ষদ সভায় এই আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পর অনুমোদন করা হয়েছে। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
কোম্পানির তথ্য মতে, ২০২৩ সালের জানুয়ারি থেকে মার্চ সময়ে কোম্পানিটির লোকসান হয়েছে ২ কোটি ৪৩ লাখ ১৯ হাজার ৬৭৭ টাকা। তাতে শেয়ার প্রতি লোকসান দাঁড়িয়েছে ২০ পয়সা।
এর আগের বছর একই সময়ে মুনাফা হয়েছিল ৮ কোটি ৫৫ লাখ ১৬ হাজার ৪১৭ টাকা। সেই বছরের একই সময়ে শেয়ার প্রতি আয় ছিল ৭২ পয়সা।
মুনাফা থেকে লোকসানে পড়ায় গত ৩১ মার্চ সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৯ টাকা ২ পয়সা। এর আগের বছর একই সময়ে ছিল ২৯ টাকা ৪৭ পয়সা।
৩০ জুন ২০২২ সমাপ্ত বছরে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ১৯ পয়সা। আলোচিত সে বছরে ১১কোটি ৮৬ লাখ ৬৬ হাজার ৮০০ শেয়ারহোল্ডারদের জন্য ২ দশমিক ৫০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে কোম্পানিটি। রোববার সর্বশেষ সেই শেয়ার বিক্রি হয়েছে ২৭ টাকা ৪০ পয়সা।
Posted ১:০২ অপরাহ্ণ | সোমবার, ০৮ মে ২০২৩
desharthonity.com | Rina Sristy