নিজস্ব প্রতিবেদক | শনিবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৩ | প্রিন্ট
জেনারেল ম্যানেজার থেকে পদোন্নতি পাওয়া দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) দুই কর্মকর্তার দায়িত্ব রদবদল করা হয়েছে। কর্মকর্তা দুই জনের মধ্যে একজন হলেন ডিএসইর এইচআর অ্যান্ড অ্যাডমিনের সিনিয়র জিএম সামিউল ইসলাম। আরেকজন কোম্পানি অ্যাফেয়ার্স বিভাগের সিনিয়র জিএম মোহম্মদ আসাদুর রহমান। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
ডিএসইর তথ্য মতে, সিনিয়র জিএম সামিউল ইসলামকে এইচআর অ্যান্ড এডমিন বিভাগ থেকে মার্কেট ডেভেলপমেন্ট বিভাগের দায়িত্ব দেওয়া হয়েছে। আর সামিউল ইসলামের জায়গায় এইচআর অ্যান্ড অ্যাডমিন বিভাগে বদলি করা হয়েছে আসাদুর রহমানকে। একইসঙ্গে নতুন কোম্পানি সচিব দায়িত্ব না নেওয়া পর্যন্ত কোম্পানি অ্যাফেয়ার্স বিভাগেরও দায়িত্ব পালন করবেন তিনি।
তারা রোববার (১৯ ফেব্রুয়ারি) থেকে দায়িত্ব পালন করবেন। গত বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) এই নির্দেশনা দেওয়া হয়েছে ডিএসইর ব্যবস্থাপনা বিভাগ থেকে।
সম্প্রতি ডিএসইর পর্ষদ সভায় দুই জিএমকে সিনিয়র জিএম পদে পদোন্নতি দেওয়া হয়। প্রায় ২৭ বছর ধরে ডিএসইর বিভিন্ন বিভাগে দায়িত্ব পালন করছেন মোহাম্মদ সামিউল ইসলাম। অন্যদিকে ২০০৯ সালে ডিএসইতে চাকরি শুরু করেন মোহাম্মদ আসাদুর রহমান।
এর আগের সপ্তাহে নানা ইস্যুতে মার্কেট অপারেশন বিভাগের প্রধানের দায়িত্ব থাকা এজিএম মোহাম্মদ রনি ইসলাম, একই বিভাগের কামরুজ্জামান, হুমায়ুন কবির ও রাকিবুর রহমানকে অব্যাহতি দিয়েছে ডিএসইর এমডি।
এই চার জনের মধ্যে এজিএম মোহাম্মদ রনি ইসলামের পরিবর্তে এই বিভাগের প্রধান করা হয়েছে এজিএম জলিলুর রহমানকে। নতুন করে এ বিভাগে আরও সংযুক্ত করা হয়েছে প্রোডাক্ট ম্যানেজমেন্ট বিভাগে দায়িত্ব পালন করা ফয়সাল আব্দুল্লাহ, সিএসডি বিভাগের সাজ্জাদ হোসাইন এবং ইন্টারনাল অডিটের ইয়াসিন মিন্টুকে। এছাড়া এইচআর বিভাগের মাহমুদা আক্তারকে বদলি করা হয়েছে ইন্টারনাল অডিট বিভাগে।
Posted ৫:৫৬ পূর্বাহ্ণ | শনিবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৩
desharthonity.com | Rina Sristy