নিজস্ব প্রতিবেদক | শনিবার, ২৯ এপ্রিল ২০২৩ | প্রিন্ট
রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এক কেজি সোনাসহ এক চোরাকারবারিকে গ্রেফতার করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। মো. অলি আহাদ (৪৫) নামের এই চোরাকারবারি ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ থানা এলাকার বাসিন্দা।
শুক্রবার দিনগত রাত ১টা ১০ মিনিটে বিমানবন্দরের ২নং আগমনী কারপার্কিং এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের সময় তার কাছ থেকে ৬ পিস সোনার বার (ওজন ৬৯৬ গ্রাম) ও ৩৪০ গ্রাম স্বর্ণালঙ্কার জব্দ করে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন।
শনিবার (২৯ এপ্রিল) এসব তথ্য জানান এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়নের অতিরিক্ত পুলিশ সুপার জিয়াউর রহমান।
তিনি বলেন, শুক্রবার রাত ১টার দিকে অভিযুক্ত মো. অলি আহাদকে বিমানবন্দরের ২নং আগমনী কারপার্কিংয়ের সামনে ঘোরাঘুরি করতে দেখে দায়িত্বরত এপিবিএন সদস্যদের সন্দেহ হয়। এসময় তাকে চ্যালেঞ্জ করলে তিনি অপ্রাসঙ্গিক উত্তর দিতে থাকেন। পরে বিস্তারিত জিজ্ঞাসাবাদে অভিযুক্ত স্বীকার করেন, তার কাছে সোনা রয়েছে। এরপর তাকে তল্লাশি করে ৬ পিস সোনার বার যার ওজন ৬৯৬ গ্রাম ও ৩৪০ গ্রাম স্বর্ণালঙ্কারসহ মোট এক কেজি সোনা জব্দ করা হয়। এসব সোনার বিষয়ে কোনো বৈধ কাগজ দেখাতে না পারায় সেগুলো জব্দ করা হয়েছে।
এপিবিএনের এই কর্মকর্তা আরও বলেন, গ্রেফতার অলি আহাদ মূলত একজন সোনা চোরাকারবারি। বিভিন্ন দেশ থেকে আসা যাত্রীদের মাধ্যমে দেশে সোনা নিয়ে আসেন তিনি। এসব সোনা বিমানবন্দর থেকে রিসিভ করার কাজ করেন অলি। গ্রেফতারের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা করে তাকে বিমানবন্দর থানায় হস্তান্তর করা হয়েছে।
Posted ১:৪৫ অপরাহ্ণ | শনিবার, ২৯ এপ্রিল ২০২৩
desharthonity.com | Rina Sristy