নিজস্ব প্রতিবেদক | বুধবার, ২৬ এপ্রিল ২০২৩ | প্রিন্ট
কাঁকড়া ও কুঁচে (জীবন্ত, হিমায়িত ও সফটসেল) রপ্তানিতে ভর্তুকি দেওয়া হয়। এখন এই ভর্তুকি পেতে নতুন শর্ত দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
মঙ্গলবার (২৫ এপ্রিল) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ থেকে এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়েছে।
নির্দেশনা অনুযায়ী, এখন থেকে কাঁকড়া ও কুঁচে (জীবন্ত, হিমায়িত ও সফটসেল) রপ্তানির বিপরীতে ভর্তুকি পেতে বাংলাদেশ ফ্রোজেন ফুডস এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের প্রত্যয়ন লাগবে। এতদিন বাংলাদেশ লাইভ অ্যান্ড চিল্ড ফুড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের প্রত্যয়নপত্র দিতে হতো।
নির্দেশনায় বলা হয়েছে, বাংলাদেশ লাইভ অ্যান্ড চিল্ড ফুড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের পরিবর্তে বাংলাদেশ ফ্রোজেন ফুডস্ এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের প্রত্যয়ন সনদপত্র সংযুক্ত ফরম ‘খ-১’ অনুসারে দাখিল করতে হবে। ভর্তুকির আবেদনপত্রের সঙ্গে বাংলাদেশ লাইভ অ্যান্ড চিল্ড ফুড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের প্রত্যয়ন সনদপত্র (ফরম ‘খ-২’ অনুসারে) দাখিলের শর্ত পূর্বের ন্যায় বহাল থাকবে।
আজ থেকে জাহাজীকৃত পণ্যের ক্ষেত্রে বর্ণিত নির্দেশনা কার্যকর হবে। একই সঙ্গে আলোচ্য খাতে নগদ সহায়তা প্রদান সংক্রান্ত সকল এফই সার্কুলার বা সার্কুলার পত্রের অপরাপর নির্দেশনা যথারীতি অপরিবর্তিত থাকবে।
Posted ১২:৪৫ অপরাহ্ণ | বুধবার, ২৬ এপ্রিল ২০২৩
desharthonity.com | Rina Sristy