নিজস্ব প্রতিবেদক | বুধবার, ২৬ এপ্রিল ২০২৩ | প্রিন্ট
শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ দেবে পুঁজিবাজারে তালিকাভুক্ত বিমা খাতের প্রতিষ্ঠান কর্ণফুলী ইনস্যুরেন্স লিমিটেড। জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর ২০২২ সমাপ্ত বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য এ লভ্যাংশ ঘোষণা করা হয়েছে। একইসাথে বিদায়ী বছরের আর্থিক প্রতিবেদন অনুমোদন করা হয়েছে।
বুধবার (২৬ এপ্রিল) ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।
ডিএসইর তথ্য মতে, ২০২২ সালে বিমার সমন্বিত শেয়ার প্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ১ টাকা ৮৬ পয়সা। সেখান থেকে শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ বোনাস লভ্যাংশ দেবে। অর্থাৎ শেয়ার প্রতি ১ টাকা করে মোট ৪ কোটি ৪৮ লাখ ৭৬ হাজার ১১৪ টাকা দেবে।
এর আগের বছর ২০২১ সালে বিমা কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ২ টাকা ৩৭ পয়সা। সে বছর শেয়ারহোল্ডারদের মোট ১২ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে বিমা কোম্পানিটি।
সেই হিসেবে ২০২১ সালের তুলনায় ২০২২ সালে কোম্পানির মুনাফা কমেছে। কমেছে লভ্যাংশ দেওয়ার পরিমাণও।
ঘোষিত লভ্যাংশ শেয়ারহোল্ডারদের সর্বসম্মতিতে অনুমোদনের জন্য কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে ২৭ জুলাই। ওইদিন ডিজিটাল প্লাটফর্মে কোম্পানির এজিএম দুপুর সাড়ে ১২টায় অনুষ্ঠিত হবে। এজন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ৩০ মে।
বিমা কোম্পানিটি তার আগের ৩১ ডিসেম্বর ২০২০ সমাপ্ত বছরে শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে এবং এর আগের বছর ২০১৯ সালে ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল।
১৯৯৫ সালে তালিকাভুক্ত কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ২০ টাকা ৭২ পয়সা। কোম্পানির বর্তমান শেয়ার সংখ্যা ৪ কোটি ৪৮ লাখ ৭৬ হাজার ১১৪টি। বুধবার লেনদেন হয়েছে ২৭ টাকা ৭০ পয়সা।
Posted ১২:৩৮ অপরাহ্ণ | বুধবার, ২৬ এপ্রিল ২০২৩
desharthonity.com | Rina Sristy