সোমবার ২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

এক্সচেঞ্জ অব লেটার স্বাক্ষর করল বিএসইসি ও এফএসএ

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ২৫ এপ্রিল ২০২৩ | প্রিন্ট

এক্সচেঞ্জ অব লেটার স্বাক্ষর করল বিএসইসি ও এফএসএ

পুঁজিবাজারের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এবং ফাইন্যান্সিয়াল সার্ভিস এজেন্সি অব জাপানের (এফএসএ) প্রতিনিধিদলের মধ্যে আলোচনা সভা হয়েছে। মঙ্গলবার (২৫ এপ্রিল) ওই সভায় এ দুই সংস্থার মধ্যে একটি এক্সচেঞ্জ অব লেটার (ইওএল) স্বাক্ষরিত হয়েছে।

বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, ২৫ এপ্রিল বিএসইসি’র প্রতিনিধিদলের সঙ্গে এফএসএ’র আলোচনা সভা হয়। সভায় বিএসইসি’র চেয়ারম্যান (সিনিয়র সচিব) ও আইওএসকো-এপিআরসি ভাইস-চেয়ার অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম, এফএসএ’র কমিশনার নাকাজিমা জুনুচি এবং এফএসএ’র আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ভাইস-কমিশনার ও আইওএসকো-এপিআরসি চেয়ার শিগেরু আরিজুমিসহ নিয়ন্ত্রক সংস্থা দুটির কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আলোচনা সভায় পারস্পরিক সহযোগিতার বিভিন্ন দিক এবং পুঁজিবাজার সংক্রান্ত আরও অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়েছে। একই সঙ্গে বিএসইসি ও এফএসএ‘র মধ্যে একটি ইওএল স্বাক্ষরিত হয়।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, আলোচনা সভায় অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম বাংলাদেশের অর্থনৈতিক অগ্রযাত্রা এবং সম্ভাবনার বিভিন্ন দিক তুলে ধরেন। পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনে বিএসইসি’র অবস্থান উল্লেখ করে এফএসএ’র সঙ্গে ভবিষ্যতে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরের বিষয়ে আলোচনা করেন।

উল্লেখ্য, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন ও বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) যৌথ উদ্যোগে জাপানের টোকিও শহরে ২৭ এপ্রিল অনুষ্ঠিতব্য ‘ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট অপরচুনিটিস বিটুইন বাংলাদেশ অ্যান্ড জাপান’ শীর্ষক শীর্ষ সম্মেলন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এতে সহযোগিতা করছে জাপান এক্সটার্নাল ট্রেড অর্গানাইজেশন (জেটরো) এবং দ্য জাপান-বাংলাদেশ কমিটি ফর কমার্শিয়াল অ্যান্ড ইকোনোমিক কো-অপারেশন (জেবিসিসিইসি)। ওই অনুষ্ঠানে ২৫ এপ্রিল স্বাক্ষরিত ইওএলটি প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বিএসইসি ও এফএসএ’র মধ্যে বিনিময় হবে। অনুষ্ঠানটি সাফল্যমণ্ডিত করার জন্য বিএসইসির একটি প্রতিনিধিদল জাপানে অবস্থান করছে।

Facebook Comments Box
advertisement

Posted ৭:০৪ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৫ এপ্রিল ২০২৩

desharthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

ক্যালেন্ডার

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
ভারপ্রাপ্ত সম্পাদক
গোলাম ফারুক
Contact

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

Phone: 01759881611

E-mail: editor@desharthonity.com