নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার, ২৫ এপ্রিল ২০২৩ | প্রিন্ট
পুঁজিবাজারে তালিকাভুক্ত ১২টি কোম্পানির পরিচালনা পর্ষদ প্রান্তিক প্রতিবেদন প্রকাশ সংক্রান্ত পরিচালনা পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে। এসব সভায় কোম্পানিগুলো তাদের বিভিন্ন প্রান্তিক আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। একই সঙ্গে পর্ষদ সদস্যরা এই প্রতিবেদন অনুমোদন শেষে সবার উদ্দেশ্যে প্রকাশ করবে।
মঙ্গলবার (২৫ এপ্রিল) ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
পর্ষদ সভার তারিখ ঘোষনা করা কোম্পানিগুলো হলো- ব্যাংক এশিয়া, ফার ইস্ট নিটিং, আফতাব অটোমোবাইলস, ইনফরমেশন সার্ভিস নেটওয়ার্ক, যমুনা অয়েল, নাভানা সিএনজি, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, এপেক্স ট্যানারি, ন্যাশনাল টিউবস, সামিট পাওয়ার, গোল্ডেন হারভেস্ট এগ্রো এবং তাওফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইসক্রিম পিএলসি।
এদের মধ্যে ব্যাংক এশিয়ার ৩০ এপ্রিল বিকেল ৩টায়, ফার ইস্ট নিটিংয়ের ৩০ এপ্রিল বিকেল ৩টায়, আফতাব অটোমোবাইলসের ৩০ এপ্রিল বিকেল ৩টায়, ইনফরমেশন সার্ভিস নেটওয়ার্কের ২৯ এপ্রিল বিকেল ৪টায়, যমুনা অয়েলের ২৯ এপ্রিল বিকেল ৩টায়, নাভানা সিএনজির ৩০ এপ্রিল বিকেল ৪টায়, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ২৯ এপ্রিল বিকেল ৩টায়, এপেক্স ট্যানারির ২৯ এপ্রিল বিকেল ৩টায়, ন্যাশনাল টিউবসের ২৯ এপ্রিল বিকেল ৩টায়, সামিট পাওয়ারের ৩০ এপ্রিল বিকেল ৩টায়, তাওফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইসক্রিমের ৩০ এপ্রিল বিকেল সাড়ে ৩টায় এবং গোল্ডেন হারভেস্ট এগ্রোর ২৯ এপ্রিল বিকেল ৩টায় পরিচালনা পর্ষদ সভা শুরু হবে।
Posted ১২:৫৯ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৫ এপ্রিল ২০২৩
desharthonity.com | Rina Sristy