নিজস্ব প্রতিবেদক | বৃহস্পতিবার, ২০ এপ্রিল ২০২৩ | প্রিন্ট
ঈদের বাকি আর দুই থেকে তিন দিন। ইতোমধ্যে নাড়ির টানে বাড়ি ফিরতে শুরু করেছে ঘরমুখো মানুষ। আর ভিড় জমতে থাকে বাস কাউন্টারগুলোতে। পদ্মা সেতু হওয়ার পর থেকে রাজধানীর সায়দাবাদ বাস কাউন্টারগুলোতে যাত্রীর চাপ কয়েকগুণ বেড়েছে। আর এই সুযোগে যাত্রীদের কাছ থেকে আদায় করা হচ্ছে অতিরিক্ত ভাড়া।
বুধবার (১৯ এপ্রিল) রাজধানীর সায়দাবাদ বাস টার্মিনালে বাস কাউন্টারগুলোতে ঘরমুখো যাত্রীরা অপেক্ষা করছেন। তারা অভিযোগ করছেন, নির্ধারিত সময়ে বাস ছাড়ছে না। এছাড়া অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগও করেছেন যাত্রীরা। সঙ্গে রয়েছে গরমের ভোগান্তি।
এ বিষয়ে লতিফুর রহমান রাইজিংবিডিকে বলেন, ‘বরিশাল যাওয়ার জন্য হানিফ পরিবহনে সাড়ে ১১টার বাসের টিকিট কেটেছি। এখন ২টা বাজে। বাস এখনও আসেনি’। ভাড়ার বিষয়ে তিনি জানান, অন্য সময়ে ভাড়া ৪০০-৪৫০ নিলেও ঈদের কারণে সাড়ে ৭০০ টাকা ভাড়া নিয়েছে। এসব বিষয় দেখার কেউ নেই।
বরিশাল যাওয়ার জন্য সাকুরা পরিবহনের বাসের টিকিট কেটেছেন রাকিব হাসান।। তিনি বলেন, বেলা ১২টার বাসের টিকিট কেটেছি। এখনও নাকি গাড়িই আসেনি। কখন গাড়ি ছাড়বে তাও জানি না। তবু কষ্ট লাগছে না। প্রিয়জনের সঙ্গে ঈদ করতে পারবো, এটাই আনন্দ।
পরিবারের সবাইকে নিয়ে ফরিদপুর ঈদ করতে যাচ্ছেন আসলাম মিয়া। তিনি বলেন, গোল্ডেন পরিবহনের বাসের টিকিট কেটেছি। এখন ১২টা বাজে। তবু বাস আসেনি। কী আর করার, অপেক্ষা করছি। বাড়ি তো যেতেই হবে।
সায়দাবাদে গোল্ডেন পরিবহনের পরিবহনের কাউন্টার মাস্টার মো. মাসুদ রানা বলেন, সকাল থেকেই মহাসড়কে জ্যাম। থেমে থেমে বাস চলছে। এ কারণে নির্ধারিত সময়ে বাস ছাড়া যাচ্ছে না।
তিনি বলেন, আজ ভোর থেকে যাত্রীরা ভিড় জমিয়েছেন। বিশেষ করে বরিশালসহ দক্ষিণাঞ্চলের মানুষের চাপ বেশি।
Posted ২:০৩ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২০ এপ্রিল ২০২৩
desharthonity.com | Rina Sristy