নিজস্ব প্রতিবেদক | বুধবার, ১৯ এপ্রিল ২০২৩ | প্রিন্ট
রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) উদ্যোগে দুস্থ ও অসহায় মানুষকে নগদ অর্থ ও খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১৮ এপ্রিল) রিহ্যাব সবিচালয় প্রাঙ্গণে ঈদ উপহার এ সহায়তা বিতরণ করা হয়।
অনুষ্ঠানে রিহ্যাবের ভাইস প্রেসিডেন্ট-৩ লায়ন শরীফ আলী খান, রিহ্যাব কালচারাল স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান কামরুল ইসলাম, রিহ্যাব পরিচালক ডা. এ এফ এম কামাল উদ্দিন, রোটারিয়ান এস এম এমদাদ হোসেন, মো. সুলতান মাহমুদ, কামরুল ইসলাম ও মাসুদ মনোয়ার প্রমুখ।
খাদ্যসামগ্রীর মধ্যে ছিল পোলাও চাল দুই কেজি, এক লিটার ভোজ্যতেল, সেমাই এক কেজি, এক কেজি চিনি, এক কেজি ডাল, এক প্যাকেট গুড়াদুধ, আলু, পেঁয়াজ ও লবণ।
এবার ইফতার মাহফিল না করে সেই টাকা দুস্থ ও অসহায় মানুষদের দান করে দিতে সবার প্রতি সম্প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে এ বছর ইফতারির আয়োজন না করে সেই অর্থ বিভিন্ন মসজিদ, এতিমখানা, হতদরিদ্র ও গরিব মানুষের মাঝে বিতরণ করে রিহ্যাব। মসজিদ ও এতিমখানায় ৫০ হাজার থেকে এক লাখ করে টাকা বিতরণ করা হয়।
Posted ২:০৯ অপরাহ্ণ | বুধবার, ১৯ এপ্রিল ২০২৩
desharthonity.com | Rina Sristy