নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার, ১৮ এপ্রিল ২০২৩ | প্রিন্ট
রপ্তানি উন্নয়ন ব্যুরো ও বাণিজ্য মন্ত্রণালয় কর্তৃক আয়োজিত ২০১৯-২০ অর্থবছরে জাতীয় রপ্তানি ট্রফি অনুষ্ঠানে তথ্য প্রযুক্তি সেক্টরে রপ্তানি বাণিজ্যে উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতি স্বরূপ গোল্ডেন হার্ভেস্ট ইনফোটেক লিমিটেড রোপ্য পদক অর্জন করেছে।
১৬ এপ্রিল ২০২৩ হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত এই অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির পক্ষে ট্রফি গ্রহণ করেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান রাজীব সামদানি।
বাংলাদেশের সুপ্রতিষ্ঠিত ব্যবসায়িক প্রতিষ্ঠান গোল্ডেন হার্ভেষ্ট গ্রুপ ১৯৯৯ সালে তার সহযোগী প্রতিষ্ঠান গোল্ডেন হার্ভেষ্ট ইনফোটেক এর মাধ্যমে আইটি শিল্পে যাত্রা শুরু করে, যা ২০০০ সালে উত্তর আমেরিকায় রপ্তানি পরিষেবা এবং পরবর্তিতে বাজার সম্প্রসারণের মাধমে ইউকে, ফ্রান্স, জার্মানি, স্পেন এবং অন্যান্য দেশে রপ্তানি পরিষেবা সম্প্রসারিত করেছে। বর্তমানে সারা বাংলাদেশে প্রতিষ্ঠানটির প্রায় দুই হাজার ছয়শত দক্ষ কর্মী নিয়োজিত রয়েছে।
Posted ১২:৩০ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৮ এপ্রিল ২০২৩
desharthonity.com | Rina Sristy