সোমবার ২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

উপ-কর কমিশনার মেহেদীর অবৈধ সম্পদের প্রমাণ পেয়েছে দুদক

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ১৮ এপ্রিল ২০২৩ | প্রিন্ট

উপ-কর কমিশনার মেহেদীর অবৈধ সম্পদের প্রমাণ পেয়েছে দুদক

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কর অঞ্চল-১ এর উপ-কর কমিশনার মেহেদী হাসান খন্দকারের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অনুসন্ধানে প্রায় ২৫ লাখ টাকার সম্পদের হিসাবে গড়মিল পাওয়া গেছে। এরপর তার স্থাবর-অস্থাবর সম্পদের হিসাব চেয়ে নোটিশ পাঠিয়েছে দুদক।

সোমবার (১৭ এপ্রিল) দুদকের জনসংযোগ দপ্তর সূত্রে এসব তথ্য জানা গেছে।

দুদক থেকে পাঠানো নোটিশে বলা হয়, প্রাপ্ত তথ্যের ভিত্তিতে অনুসন্ধান করে দুদকের স্থির বিশ্বাস জন্মেছে যে, আপনার জ্ঞাত আয় বহির্ভূত স্বনামে-বেনামে বিপুল পরিমাণ সম্পদ/সম্পত্তির মালিক হয়েছেন। আপনি আপনার নিজ ও আপনার ওপর নির্ভরশীল ব্যক্তির নামে-বেনামে অর্জিত যাবতীয় স্থাবর-অস্থাবর সম্পদ, দায়-দেনা, আয়ের উৎস ও তা অর্জনের বিস্তারিত বিবরণী কমিশনে দাখিল করবেন।

এ আদেশ পাওয়ার ২১ কার্যদিবসের মধ্যে নির্ধারিত ছকে সম্পদ বিবরণী দাখিলে ব্যর্থ হলে কিংবা মিথ্যা সম্পদ বিবরণী দাখিল করলে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৬ এর উপধারা (২) অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

দুদকের নোটিশ পাওয়ার বিষয়টি স্বীকার করে কর কর্মকর্তা মেহেদী হাসান খন্দকার ঢাকা পোস্টকে বলেন, দুদকের নোটিশ পেয়েছি। এ বিষয়ে পরে কথা বলবো।

Facebook Comments Box
advertisement

Posted ১০:৩৯ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ১৮ এপ্রিল ২০২৩

desharthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

ক্যালেন্ডার

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
ভারপ্রাপ্ত সম্পাদক
গোলাম ফারুক
Contact

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

Phone: 01759881611

E-mail: editor@desharthonity.com