নিজস্ব প্রতিবেদক | রবিবার, ০৯ এপ্রিল ২০২৩ | প্রিন্ট
হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য করে রাজধানীর উত্তরায় রাজউক কর্মচারী বহুমুখী সমিতি লিমিটেডের কর্মকর্তাদের বিরুদ্ধে ‘কসমো ফিলিং স্টেশন অ্যান্ড সার্ভিস সেন্টার’ দখলের গুরুতর অভিযোগ উঠেছে। ফিলিং স্টেশনটি দখলমুক্ত করে ন্যায় বিচারের দাবিতে প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলন করেছেন ভিকটিম।
রোববার (৯ এপ্রিল) প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ‘কসমো ফিলিং স্টেশন এন্ড সার্ভিস সেন্টারের’ স্বত্বাধিকারী গাজী আব্দুর রব এই অভিযোগ আনেন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির পক্ষের আইনজীবী ইশরাক হোসেন এবং পরিবারের সদস্যরা।
গাজী আব্দুর রব বলেন, রাজউক কর্মচারী বহুমুখী সমবায় সমিতিকে পেট্রোল পাম্পের জন্য ২ বিঘা জমি এবং আমাকে ১৩ কাঠা জমি সাব লিজ দেয়া হয়েছিল। ২০০০ সালে পেট্রোল পাম্পটির নির্মাণ কাজ শেষে ২৫ বছর মেয়াদি একটি চুক্তি সম্পাদন করা হয়। কিন্তু চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই রাজউক কর্মচারী বহুমুখী সমবায় সমিতি পাম্পটি দখলে নিতে চাইলে জজকোর্টে সালিশী মামলা দায়ের করা হয়। যার প্রেক্ষিতে হাইকোর্ট গত ৬ এপ্রিল নিষেধাজ্ঞা জারি করেন।
তিনি বলেন, হাইকোর্টের আদেশ ও নিষেধাজ্ঞা অমান্য করে রাজউক জোন ৩ এর পরিচালক তাজিনা সারোয়ার পুলিশ এবং সমিতির সভাপতি জাহাংগীর হোসেইন ও সাধারণ সম্পাদক শফিউল্লাহ বাবুকে নিয়ে সেন্টারটি দখলের চেষ্টা চালায়। তার কাছে বৈধ আদেশ দেখতে চাওয়া হলে তিনি তা অগ্রাহ্য করেন এবং একইসঙ্গে আদালতের নিষেধাজ্ঞার কপিও আমলে নেননি। তিনি প্রতিষ্ঠানটির চারপাশে বেড়া দিয়ে জোরপূর্বক ঘেরাও করে দেন, যার ফলে প্রতিষ্ঠানটি চরম আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছে।
উল্লেখ্য, ৬ মাস আগেও রাজউক বহুমুখী সমিতি ফিলিং স্টেশনটি দখলের চেষ্টা চালায়। সেসময় আদালতের স্টেঅর্ডার দেখিয়ে তাদের প্রতিরোধ করা হয়।
Posted ৭:৫৭ অপরাহ্ণ | রবিবার, ০৯ এপ্রিল ২০২৩
desharthonity.com | Rina Sristy