নিজস্ব প্রতিবেদক | শনিবার, ০৮ এপ্রিল ২০২৩ | প্রিন্ট
সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও বিশিষ্ট ব্যবসায়ী রোকিয়া আফজাল রহমানের জানাজা শুক্রবার (৭ এপ্রিল) বাদ আসর বিকাল ৫টায় গুলশান আজাদ মসজিদে।
পরিবারের তথ্য অনুযায়ী, জানাজা শেষে বনানী কবরস্থানে লাশ দাফন করা হবে।
পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে, শেষ শ্রদ্ধা জানাতে শুক্রবার সকাল ১০টা থেকে বিকাল চারটা পর্যন্ত গুলশানের এজ গ্যালারি, বে’স এজওয়াটারে লাশ রাখা হবে।
রোকিয়া আফজাল রহমান বুধবার (৫ এপ্রিল) সিঙ্গাপুরের একটি হাসপাতালে ইন্তেকাল করেন। তার বয়স হয়েছিল ৮২ বছর।
পারিবারিক সূত্রে জানা যায়, ঘুমন্ত অবস্থায় স্থানীয় সময় বুধবার রাত ২টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুর আগে তিনি মিডিয়াওয়ার্ল্ড লিমিটেড ও মাইডাস ফাইন্যান্সের চেয়ারপারসন ছিলেন। মিডিয়াওয়ার্ল্ড লিমিটেড থেকে ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টার প্রকাশিত হয়। একই সঙ্গে তিনি মিডিয়া স্টারের পরিচালক ও এবিসি রেডিওর পরিচালক ছিলেন।
রোকিয়া আফজাল রহমান দুই মেয়ে, এক ছেলেসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
রোকেয়া আফজাল রহমান ২০১১ সালে বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ছিলেন। তিনি তার কর্মজীবন শুরু করেন ব্যাংকিং সেক্টরে। তৎকালীন পূর্ব পাকিস্তানের প্রথম নারী ব্যাংক ব্যবস্থাপক হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি।
১৯৮০ সালে আর.আর. কোল্ড স্টোরেজ লিমিটেডের চেয়ারম্যান এবং ব্যবস্থাপনা পরিচালক হিসেবে কৃষি খাতে ব্যবসা শুরু করেন তিনি।
রোকিয়া আফজাল রহমান প্রেসিডেন্সি ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা চেয়ারপারসন ছিলেন। একইসঙ্গে বোর্ড মেম্বার হিসেবে ব্র্যাক, মানুষের জন্য, এমআইডিএএস, বিএফএফ, এমআরডিআই, স্মাইলিং সান, হেলথ২১-এর মতো সংস্থার সঙ্গে যুক্ত ছিলেন।
তিনি সারা দেশের নারী উদ্যোক্তাদের উন্নয়নে গত ২০ বছর ধরে কাজ করেছেন। সভাপতির দায়িত্ব পালন করেছেন বাংলাদেশ ফেডারেশন অব উইমেন এন্টারপ্রেনারসের (বিএফডব্লিউই)। একজন সফল ব্যবসায়ী হিসেবে তিনি বেশ কিছু আন্তর্জাতিক ও জাতীয় পুরস্কার পেয়েছেন।
Posted ১১:২৫ পূর্বাহ্ণ | শনিবার, ০৮ এপ্রিল ২০২৩
desharthonity.com | Rina Sristy