নিজস্ব প্রতিবেদক | বৃহস্পতিবার, ০৬ এপ্রিল ২০২৩ | প্রিন্ট
কোনো প্রকার মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই পুঁজিবাজারে খাদ্য ও আনুসঙ্গিক খাতে তালিকা কোম্পানি জেমিনি সি ফুড লিমিটেডের শেয়ারের দাম অস্বাভাবিক বাড়ছে। উভয় পুঁজিবাজার ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জকে (ডিএসই-সিএসই) এমন তথ্য জানিয়েছে কোম্পানিটির কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার (৬ এপ্রিল) ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।
জানা গেছে, শেয়ারের দাম অস্বাভাবিক বাড়ার কারণ জানতে চেয়ে ডিএসই ও সিএসই সম্প্রতি কোম্পানিটিকে চিঠি পাঠায়। ওই চিঠির জবাবে কোম্পানিটির পক্ষ থেকে জানানো হযয়েছে, কোনো রকম অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই কোম্পানিটির শেয়ারের দাম এভাবে বাড়ছে।
উল্লেখ্য, গত ১৫ মার্চ আছিয়া সি ফুডস লিমিটেডের শেয়ারের দর ছিল ৪৪৩.৩০ টাকায়। আর ৫ এপ্রিল কোম্পানিটির শেয়ারের দাম বেড়ে দাঁড়িয়েছে ৬৬৫ টাকায়। আর ৬ এপ্রিল সকাল ১০টা ৪৫ মিনিট পর্যন্ত কোম্পানিটির শেয়ার ৭১৪.৮০ টাকায় অবস্থান করতে দেখা গেছে। ১৫ কার্যদিবসে কোম্পানিটির শেয়ার দর ২৭১.৫০ টাকা বা ৬১.২৪ শতাংশ বেড়েছে।
এর আগে গত বছরের ২৫ অক্টোবর জেমিনি সি ফুডের শেয়ারের লেনদেনের ক্ষেত্রে অস্বভাবিক মূল্য বৃদ্ধি এবং গতিবিধি খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। গঠিত কমিটিকে এ আদেশ জারি হওয়ার ২০ কার্যদিবসের মধ্যে এ সংক্রান্ত তদন্ত প্রতিবেদন কমিশনে দাখিল করতে নির্দেশ দেওয়া হয়েছে। গঠিত তদন্ত কমিটির সদস্যরা হলেন- বিএসইসির অতিরিক্ত পরিচালক মোহাম্মদ রকিবুর রহমান ও সহকারী পরিচালক ফয়সাল ইসলাম।
Posted ২:৩২ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৬ এপ্রিল ২০২৩
desharthonity.com | Rina Sristy