নিজস্ব প্রতিবেদক | বুধবার, ০৫ এপ্রিল ২০২৩ | প্রিন্ট
দেশের পুঁজিবাজারের এসএমই প্ল্যাটফর্মে (স্বল্প মূলধনী কোম্পানির মার্কেট) তালিকাভুক্ত কোম্পানির শেয়ারের ব্যবসায় অংশগ্রহণের অগ্রগতিতে যোগ্য বিনিয়োগকারীদের তথ্য চেয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। এজন্য আগামী ১০ এপ্রিলের মধ্যে বাজার মূল্যে সর্বনিম্ন ২০ লাখ টাকা বিনিয়োগ আছে সেসব বিনিয়োগকারীদের তথ্য ডিএসইতে জমা দিতে বলা হয়েছে।
মঙ্গলবার (৪ এপ্রিল) এ সংক্রান্ত একটি চিঠি ট্রেকহোল্ডারদের ব্যবস্থাপনা পরিচালক বা প্রধান নির্বাহী কর্মকর্তাদের (সিইও) কাছে পাঠিয়েছে ডিএসই।
ডিএসইর চিঠিতে বলা হয়েছে, ডিএসইর সব মার্চেন্ট ব্যাংক এবং ট্রেক হোল্ডারদের তালিকাভুক্ত কোম্পানির সিকিউরিটিজে সর্বনিম্ন ২০ লাখ টাকা বিনিয়োগ থাকা যোগ্য বিনিয়োগকারীদের তথ্য প্রদান করার নির্দেশ দেওয়া হয়েছে। সেক্ষেত্রে মূল মার্কেট বা এসএমই প্ল্যাটফর্ম উভয় ক্ষেত্রে হতে পারে। এজন্য একটি লিংক দেওয়া হয়েছে, যেখানে তথ্য জমা দিতে হবে।
সেই সঙ্গে গত ৩০ মার্চ পর্যন্ত বাজার মূল্যে ২০ লাখ টাকা বিনিয়োগ থাকতে হবে। তবে ১০ এপ্রিলের মধ্যে জমা দেওয়া এ তথ্য আগামী ৩০ জুন পর্যন্ত কার্যকর থাকবে। এতে সব যাচাই শেষে যাদের বিনিয়োগ ২০ লাখ টাকা নিশ্চিত করা হবে তারা ৩০ জুন পর্যন্ত যোগ্য বিনিয়োগকারী হিসেবে গণ্য হবেন।
এর আগে গত বছরের ২২ সেপ্টেম্বর বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম স্বাক্ষরিত একটি আদেশ, এসএমই প্ল্যাটফর্মে লেনদেনে কোয়ালিফাইড ইনভেস্টরদের ন্যূনতম বিনিয়োগ সীমা ৩০ লাখ টাকা নির্ধারণ করা হয়। আদেশে বলা হয়েছে, এসএমইতে লেনদেনে যোগ্য বিনিয়োগকারী হতে শেয়ারবাজারে ন্যূনতম ৩০ লাখ টাকা বিনিয়োগ থাকতে হবে। আগে লেনদেন সীমা ছিল ২০ লাখ টাকা। এসএমইতে লেনদেনে বিনিয়োগকারীদের যোগ্য হতে আদেশ জারির দিন থেকে পরবর্তী ৩ মাস সময় দেওয়া হয়েছে।
দেশের এসএমই কোম্পানিগুলোকে পুঁজিবাজার থেকে মূলধন সংগ্রহ করার সুযোগ দিতে ২০২১ সালের ৩০ সেপ্টেম্বর ডিএসইতে এসএমই প্ল্যাটফর্মে লেনদেন শুরু হয়। ওই সময় এ প্ল্যাটফর্মে লেনদেন করতে ৫০ লাখ টাকার বিনিয়োগ থাকার শর্ত ছিল।
Posted ১:২৮ অপরাহ্ণ | বুধবার, ০৫ এপ্রিল ২০২৩
desharthonity.com | Rina Sristy