নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার, ০৪ এপ্রিল ২০২৩ | প্রিন্ট
বঙ্গবাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় মেয়র হানিফ ফ্লাইওভারসহ আশপাশের বেশ কয়েকটি সড়কে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।
মঙ্গলবার (৪ এপ্রিল) সকালে ট্রাফিক পুলিশ জানিয়েছে, আগুন নিয়ন্ত্রণের কাজ নির্বিঘ্ন করতে এ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
লালবাগ ট্রাফিক বিভাগের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার জয়িতা দাস গণমাধ্যমকে বলেন, হানিফ ফ্লাইওভারে যান চলাচল বন্ধ রাখা হয়েছে। ওপরের যানবাহন বন্ধ রয়েছে। আগুন নিয়ন্ত্রণে আসলে পরিস্থিতি পর্যবেক্ষণ করে পরে ছেড়ে দেওয়া হবে।
পুলিশ জানিয়েছে, আগুনের ভয়াবহতার কারণে বঙ্গবাজার মার্কেটের আশপাশের এলাকায় যান চলাচল বন্ধ রাখা হয়েছে। হাইকোর্ট চত্বর থেকে বঙ্গবাজার হয়ে গুলিস্তান পর্যন্ত সড়কটি বন্ধ রয়েছে। গুলিস্তান থেকে নর্থ সাউথ রোডে আসার সড়কটিতেও যান চলাচল বন্ধ রয়েছে।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার রাফি আল ফারুক রাইজিংবিডিকে বলেন, মঙ্গলবার (৪ এপ্রিল) ভোর ৬টা ১০ মিনিটের দিকে আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৫০টি ইউনিট।
সকাল সাড়ে ১০টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি।
Posted ১০:৪২ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ০৪ এপ্রিল ২০২৩
desharthonity.com | Rina Sristy