নিজস্ব প্রতিবেদক | রবিবার, ০২ এপ্রিল ২০২৩ | প্রিন্ট
পুঁজিবাজারে তালিকাভুক্ত পাঁচটি কোম্পানির ক্রেডিট রেটিং নির্ণয় করার পর তা প্রকাশ করা হয়েছে।
কোম্পানি পাঁচটি হলো: হাক্কানি পাল্প অ্যান্ড পেপার মিলস লিমিটেড, কে অ্যান্ড কিউ (বাংলাদেশ) লিমিটেড, ফারইস্ট নিটিং অ্যান্ড ডাইং ইন্টাস্ট্রিজ লিমিটেড, লাফার্জ হোলসিম বাংলাদেশ লিমিটেড এবং সায়হাম কটন মিলস লিমিটেড।
রোববার (২ এপ্রিল) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানি পাঁচটির মধ্যে হাক্কানি পাল্প অ্যান্ড পেপার মিলস লিমিটেড ও সায়হাম কটন মিলস লিমিটেডকে রেডিট রেটিং এজেন্সি অব বাংলাদেশ (সিআরএবি), কে অ্যান্ড কিউ (বাংলাদেশ) লিমিটেডকে ন্যাশনাল ক্রেডিট রেটিংস লিমিটেড, ফারইস্ট নিটিং অ্যান্ড ডাইং ইন্টাস্ট্রিজ লিমিটেড ও লাফার্জ হোলসিম বাংলাদেশ লিমিটেডকে ক্রেডিট রেটিং ইনফরমেশন অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (সিআরআইএসএল) এবং সায়হাম কটন মিলস লিমিটেড।
হাক্কানি পাল্প অ্যান্ড পেপার মিলস লিমিটেডের দীর্ঘ মেয়াদে রেটিং হয়েছে ‘বিবিবি১’ এবং স্বল্প মেয়াদী রেটিং হয়েছে এসটি-৩। ২০২২ সালের ৩০ জুন পর্যন্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন, চলতি বছরের ২৩ মার্চ পর্যন্ত সোসাল ইসলামী ব্যাংক ও ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত মার্কেন্টাইল ব্যাংকের দায়বদ্ধতার অবস্থান এবং অন্যান্য প্রাসঙ্গিক পরিমাণগত তথ্য অনুযায়ী এই রেটিং নির্ণয় করা হয়েছে।
কে অ্যান্ড কিউ (বাংলাদেশ) লিমিটেডের দীর্ঘ মেয়াদে রেটিং হয়েছে ‘বিবিবি’ এবং স্বল্প মেয়াদী রেটিং হয়েছে এসটি-৩। ২০২২ সালের ৩০ জুন পর্যন্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী এই রেটিং নির্ণয় করা হয়েছে।
ফারইস্ট নিটিং অ্যান্ড ডাইং ইন্টাস্ট্রিজ লিমিটেডের দীর্ঘ মেয়াদে রেটিং হয়েছে ‘এএ’ এবং স্বল্প মেয়াদী রেটিং হয়েছে এসটি-২। ২০২২ সালের ৩০ জুন পর্যন্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন, ২০২২ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং অন্যান্য প্রাসঙ্গিক পরিমাণগত পাশাপাশি গুণগত তথ্য অনুযায়ী এই রেটিং নির্ণয় করা হয়েছে।
লাফার্জ হোলসিম বাংলাদেশ লিমিটেডের দীর্ঘ মেয়াদে রেটিং হয়েছে ‘এএ+’ এবং স্বল্প মেয়াদী রেটিং হয়েছে এসটি-১। ২০২২ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং অন্যান্য প্রাসঙ্গিক পরিমাণগত পাশাপাশি গুণগত তথ্য অনুযায়ী এই রেটিং নির্ণয় করা হয়েছে।
সায়হাম কটন মিলস লিমিটেডের দীর্ঘ মেয়াদে রেটিং হয়েছে ‘এ১’ এবং স্বল্প মেয়াদী রেটিং হয়েছে এসটি-৩। ২০২২ সালের ৩০ জুন পর্যন্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন, চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত ব্যাংকের দায়বদ্ধতার অবস্থান এবং অন্যান্য প্রাসঙ্গিক পরিমাণগত তথ্য অনুযায়ী এই রেটিং নির্ণয় করা হয়েছে।
Posted ৩:৩৮ অপরাহ্ণ | রবিবার, ০২ এপ্রিল ২০২৩
desharthonity.com | Rina Sristy