নিজস্ব প্রতিবেদক | বৃহস্পতিবার, ৩০ মার্চ ২০২৩ | প্রিন্ট
শেয়ারবাজারে মিউচুয়াল ফান্ডগুলোর বিনিয়োগ সক্ষমতা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে শেয়ারবাজারের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এখন থেকে মিউচুয়াল ফান্ড শেয়ারবাজারে আগের তুলনায় ২০ শতাংশ বেশি বিনিয়োগ করতে পারবে।
বৃহস্পতিবার (৩০ মার্চ) বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত কমিশন সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সভা শেষে বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম জানান, মিউচুয়াল ফান্ডগুলোর শেয়ারবাজারে বিনিয়োগ সীমা ৬০ শতাংশ থেকে বাড়িয়ে ৮০ শতাংশ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ফান্ডগুলো এতদিন তার আকারের ১০০ টাকার মধ্যে ৬০ টাকা শেয়ারবাজারে বিনিয়োগ করতে পারতো। এখন থেকে ১০০ টাকার মধ্যে ৮০ টাকা করতে পারবে।
Posted ৫:০৯ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ৩০ মার্চ ২০২৩
desharthonity.com | Rina Sristy