মঙ্গলবার ২৬শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১১ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

লাইসেন্স ছাড়া পণ্য বিক্রিতে জরিমানা ৭৫ হাজার টাকা

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ২৯ মার্চ ২০২৩ | প্রিন্ট

লাইসেন্স ছাড়া পণ্য বিক্রিতে জরিমানা ৭৫ হাজার টাকা

সিএম লাইসেন্স ছাড়া পণ্য বিক্রি করায় রাজধানীর খিলগাঁও এলাকায় ‌‘এম অ্যান্ড এ সিক্রেট’ নামে একটি প্রতিষ্ঠানকে ৭৫ হাজার টাকা জরিমানা করেছেন বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) ভ্রাম্যমাণ আদালত।

আইন অনুযায়ী নেই পণ্যের সিএম লাইসেন্স, নেয়নি মোড়কজাতকরণ সনদও। এরপরও বিক্রি করছে সাবান, স্কিন পাউডার, হেয়ার মাস্ক, ফেস স্প্রে, লিপস্টিকসহ নানা প্রসাধনী পণ্য। এসব পণ্য বিক্রির অপরাধে প্রতিষ্ঠানটিকে জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (২৮ মার্চ) রাজধানীর খিলগাঁও এলাকায় বিএসটিআইয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আমিমুল এহসানের নেতৃত্বে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

বিএসটিআই সূত্র জানায়, খিলগাঁও শহীদ বাকু রোড এলাকায় এপিবিএন-৫ পুলিশের সহযোগিতায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এসময় বিএসটিআই আইন, ২০১৮ অনুযায়ী বিএসটিআই সিএম লাইসেন্স না নিয়ে ‌টয়লেট সোপ, স্কিন পাউডার, লিপস্টিক বিক্রয় এবং বাজারজাত করার অপরাধে প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার জরিমানা করা হয়। একই সঙ্গে ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮ মোতাবেক পণ্য মোড়কজাতকরণ সনদ ছাড়া সাবান, হেয়ার মাস্ক, ফেস স্প্রে, লিপস্টিক, ফেস পেক, ফেস পাউডার বিক্রি এবং বাজারজাত করার অপরাধে প্রতিষ্ঠানটিকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে বিএসটিআইয়ের সহকারী পরিচালক মো. সাইদুর রহমান উপস্থিত ছিলেন। এছাড়া প্রসিকিউটর হিসেবে ছিলেন বিএসটিআইয়ের কর্মকর্তা মো. খাইরুল ইসলাম, ফিল্ড অফিসার (সিএম) এবং পরিদর্শক (মেট্রোলজি) মো. আরিফ হোসেন আসিফ।

Facebook Comments Box
advertisement

Posted ১:১৭ অপরাহ্ণ | বুধবার, ২৯ মার্চ ২০২৩

desharthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

ক্যালেন্ডার

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
ভারপ্রাপ্ত সম্পাদক
গোলাম ফারুক
Contact

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

Phone: 01759881611

E-mail: editor@desharthonity.com