নিজস্ব প্রতিবেদক | সোমবার, ২৭ মার্চ ২০২৩ | প্রিন্ট
চট্টগ্রাম চা নিলাম কেন্দ্রে আগামী ১৭ এপ্রিল নিলাম অনুষ্ঠানের মধ্য দিয়ে ২০২৩-২৪ নিলাম বর্ষের প্রথম চা নিলাম শুরু হবে। দেশের দ্বিতীয় চা নিলাম কেন্দ্র শ্রীমঙ্গলে প্রথম নিলাম হবে ২৬ এপ্রিল। ২০২৩-২৪ নিলাম বর্ষে চট্টগ্রামে ৪৬টি এবং শ্রীমঙ্গলে ২৩টি নিলাম অনুষ্ঠিত হবে।
সোমবার (২৭ মার্চ) বেলা ১১টায় চা বোর্ড সভাকক্ষে বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল মো. আশরাফুল ইসলাম, এনডিসি, পিএসসির সভাপতিত্বে অনুষ্ঠিত ‘টি সেলস কো-অর্ডিনেশন কমিটি’র সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় চা বোর্ডের চেয়ারম্যান বলেন, ‘চা বোর্ড কর্তৃক গৃহীত বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন এবং চা শিল্পের অংশীজনদের আন্তরিক প্রচেষ্টার ফলে গত নিলাম বর্ষে দেশে চা উৎপাদন ও নিলাম কার্যক্রম স্বাভাবিক ছিল।’ ২০২৩-২৪ নিলাম বর্ষেও নিলাম কার্যক্রম ও চায়ের বাজার স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানান তিনি।
সভায় বোর্ডের সদস্য (অর্থ ও বাণিজ্য) মোহাম্মদ নূরুল্লাহ নূরী, উপ-পরিচালক (বাণিজ্য) মুহাম্মদ মদহুল কবির চৌধুরী, বিপণন কর্মকর্তা আহসান হাবিব, সহকারী পরিচালক (বাণিজ্য) মোহাম্মদ আব্দুল্লাহ আল বোরহান, টি ট্রেডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (টিটিএবি) চেয়ারম্যান শাহ মঈনুদ্দিন হাসানসহ টিটিএবি, বিসিএস এবং টিপিটিএবির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
Posted ৩:১০ অপরাহ্ণ | সোমবার, ২৭ মার্চ ২০২৩
desharthonity.com | Rina Sristy