মঙ্গলবার ২৬শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১১ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

ড্রেজারসহ যন্ত্রপাতি ক্রয়ে বিআইডব্লিউটিএকে ভ্যাট সুবিধা

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ২৭ মার্চ ২০২৩ | প্রিন্ট

ড্রেজারসহ যন্ত্রপাতি ক্রয়ে বিআইডব্লিউটিএকে ভ্যাট সুবিধা

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষকে (বিআইডব্লিউটিএ) চারটি ড্রেজারসহ আনুষঙ্গিক খুচরা যন্ত্রপাতি ক্রয়ে প্রযোজ্য মূল্য সংযোজন কর (মূসক/ভ্যাট) থেকে অব্যাহতির সুবিধা দেওয়া হয়েছে।

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) থেকে সম্প্রতি ইস্যু করা এক চিঠিতে ওই সুবিধা দেওয়া হয়। এনবিআরের ভ্যাট বিভাগ সূত্রে এ তথ্য জানা গেছে।

এনবিআরের আদেশ সূত্রে জানা যায়, বিআইডব্লিউটিএ ইন্টারন্যাশনাল কমপেটিটিভ টেন্ডারিং (আইসিটি) পদ্ধতিতে বৈদেশিক মুদ্রায় আন্তর্জাতিক দরপত্র আহ্বান করা হয়েছিল। যার ধারাবাহিকতায় বিআইডব্লিউটিএ এবং কর্ণফুলী শিপ বিভাগ লিমিটেডের মধ্যে চুক্তি সম্পাদিত হয়। ইতোমধ্যে কর্ণফুলী শিপ বিল্ডার্স লিমিটেড কর্তৃক ওই দরপত্রগুলোর বিপরীতে বৈদেশিক মুদ্রার ঋণপত্র স্থাপিত হয়েছে। কিন্তু বর্তমান অর্থনৈতিক পরিস্থিতির কারণে ঠিকাদারকে চুক্তি অনুযায়ী বৈদেশিক মুদ্রা অর্থাৎ মার্কিন ডলার পরিশোধ করা হচ্ছে না বলে নৌপরিবহন মন্ত্রণালয় এনবিআরকে অবহিত করে।

সে কারণে নৌপরিবহন মন্ত্রণালয়ের অনুরোধ ও বাংলাদেশি মুদ্রায় বিল পরিশোধের নিশ্চয়তা পাওয়ায় ৪টি সাকশন ড্রেজারসহ আনুষঙ্গিক যন্ত্রাংশ সরবরাহের ক্ষেত্রে আরোপনীয় ভ্যাট হতে অব্যাহতি দেওয়া হয়েছে।

জাতীয় রাজস্ব বোর্ড, মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন ২০১২ (২০১২ সনের ৪৭ নং আইন) এর ১২৬ ধারার (৩) উপ-ধারায় প্রদত্ত ক্ষমতাবলে বিআইডব্লিউটিএ’কে ওই সুবিধা দেওয়া হয়েছে বলে এনবিআর সূত্রে জানা গেছে।

Facebook Comments Box
advertisement

Posted ১১:০৭ পূর্বাহ্ণ | সোমবার, ২৭ মার্চ ২০২৩

desharthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

ক্যালেন্ডার

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
ভারপ্রাপ্ত সম্পাদক
গোলাম ফারুক
Contact

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

Phone: 01759881611

E-mail: editor@desharthonity.com