সোমবার ২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

পুঁজিবাজারে মিডল্যান্ড ব্যাংকের লেনদেন শুরু

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ২৭ মার্চ ২০২৩ | প্রিন্ট

পুঁজিবাজারে মিডল্যান্ড ব্যাংকের লেনদেন শুরু

প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে ৭০ কোটি টাকা উত্তোলন করা মিডল্যান্ড ব্যাংকের লেনদেন সোমবার (২৭ মার্চ) উভয় পুঁজিবাজারে শুরু হয়েছে।

‘এন’ ক্যাটাগরিভুক্ত মিডল্যান্ড ব্যাংকের ট্রেডিং কোড হলো- ‘MIDLANDBNK’। আর কোম্পানি কোড হবে ১১১৫৪। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রথম দিন ব্যাংকটির শেয়ার ৯ টাকায় লেনদেন শুরু করে। তবে লেনদেন শুরুর ১০ মিনিটের মধ্যে তা ১০.২০ টাকায় লেনদেন হতে দেখা গেছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, ব্যাংকটির লেনদেন শুরুর ১০ মিনিটের মধ্যে ২ লাথ ৬১ হাজার ৫১০টি শেয়ার ২৮২ বার হাতবদল হয়ে বিক্রি হয়েছে।

এর আগে গত বুধবার (২২ মার্চ) ব্যাংকটির শেয়ার সিডিবিএলের মাধ্যমে বিনিয়োগকারীদের বিও হিসাবে জমা হয়েছে।

 

এর আগে, মিডল্যান্ড ব্যাংক ৭ কোটি শেয়ার ছেড়ে পুঁজিবাজার থেকে ৭০ কোটি টাকা সংগ্রহের জন্য গত ১৬ ফেব্রুয়ারি থেকে ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত বিনিয়োগকারীদের আবেদন গ্রহণ করে। এসময় ব্যক্তি-প্রাতিষ্ঠানিক এবং দেশি-বিদেশিসহ মোট ১৫ হাজার ৩৩৮টি বিনিয়োগকারীর আবেদন জমা পড়েছে।

এই বিনিয়োগকারীরা ৫১ কোটি ৮৩ লাখ ১ হাজার ৫০০ টাকার বিনিময়ে ব্যাংকটির ৫ কোটি ১৮ লাখ ৩০ হাজার ১৫০টি শেয়ার কিনতে আবেদন করেন, যা কোম্পানির ৭ কোটি শেয়ারের ৭৪ শতাংশ।

নিয়ম অনুযায়ী, আইপিওতে আসা কোম্পানির শেয়ারে যদি বিনিয়োগকারীদের আবেদন ৬৫ শতাংশ জমা পড়ে। তবে বাকি ৩৫ শতাংশ শেয়ার আন্ডার রাইটারকে কিনতে হবে। ফলে কোম্পানির আন্ডার রাইটার ২৫.৯৬ শতাংশ শেয়ার অর্থাৎ ১ কোটি ৮১ লাখ ৬৯ হাজার ৮৫০টি শেয়ার বা ১৮ কোটি ১৬ লাখ ৯৮ হাজার ৫০০ টাকার শেয়ার কিনে নিয়েছে।

উত্তোলিত অর্থ ব্যাংকটি সরকারি সিকিউরিটিজ ও পুঁজিবাজারে তালিকাভুক্ত সিকিউরিটিজে বিনিয়োগ এবং আইপিও খাতে ব্যয় নির্বাহ করবে।

কোম্পানির ২০২১ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত নিরীক্ষিত আর্থিক বিবরণী অনুযায়ী পুনর্মূল্যায়ন ছাড়া নিট অ্যাসেট ভ্যালু (এনএভি) ১৩ টাকা (কোম্পানিটি কোনও সম্পদ পুনর্মূল্যায়ন করেনি) ও শেয়ার প্রতি আয় ০.৯০ টাকা। বিগত ৫ বছরের ভারিত গড় হারে শেয়ার প্রতি আয় (ইপিএস) ১.০৭ টাকা।

কোম্পানির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে নিয়োজিত রয়েছে লংকাবাংলা ইনভেস্টমেন্টস লিমিটেড।

উল্লেখ্য, কমিশন পুঁজিবাজারে তালিকাভুক্তির পূর্বে মিডল্যান্ড ব্যাংকের প্রত্যেক পরিচালককে আলাদাভাবে ২ শতাংশ (আইপিও পরবর্তী শেয়ারের) এবং সম্মিলিতভাবে ৩০ শতাংশ (আইপিও পরবর্তী শেয়ার) শেয়ারধারণ নিশ্চিত করার শর্তারোপ করে। এছাড়া, তালিকাভুক্তির পূর্বে কমিশনের করপোরেট গভর্নেন্স কোড অনুসারে স্বতন্ত্র পরিচালক নিয়োগের শর্ত দেওয়া হয়েছে।

Facebook Comments Box
advertisement

Posted ১০:৩৫ পূর্বাহ্ণ | সোমবার, ২৭ মার্চ ২০২৩

desharthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

ক্যালেন্ডার

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
ভারপ্রাপ্ত সম্পাদক
গোলাম ফারুক
Contact

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

Phone: 01759881611

E-mail: editor@desharthonity.com