সোমবার ২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

বীমা খাত সংস্কারে নানা প্রস্তাব সংশ্লিষ্টদের

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ১৩ নভেম্বর ২০২৪ | প্রিন্ট

বীমা খাত সংস্কারে নানা প্রস্তাব সংশ্লিষ্টদের

দেশের বীমা খাতে সংস্কার আনার লক্ষ্যে ইতিমধ্যে সংশ্লিষ্টদের কাজ শুরু করার নির্দেশনা দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। আর এই সংস্কার পরিকল্পনা নিয়ে সম্প্রতি একটি অনানুষ্ঠানিক সভাও করেছে খাতটির অভিভাবক সংস্থা বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)।

কর্তৃপক্ষের নবনিযুক্ত চেয়ারম্যান এম আসলাম আলমের সভাপতিত্বে মঙ্গলবার এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় বীমা খাত সংস্কারে নানা প্রস্তাবনার পাশাপাশি বিভিন্ন বিষয়ে নিজেদের অভিমত তুলে ধরেন আইডিআরএ’র কর্মকর্তারা। সূত্র বলছে, অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণের পর গত তিন মাসে উল্লেখযোগ্য কার্যক্রমের তালিকা চেয়ে গত ১১ নভেম্বর আইডিআরএ’কে একটি চিঠি পাঠিয়েছে আর্থিক প্রতিষ্ঠান বিভাগ। চিঠিতে গত তিন মাসে কতজন কর্মকর্তা/কর্মচারীকে পদোন্নতি ও বদলি করা হয়েছে; কতজন কর্মকর্তা/কর্মচারীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে; নতুন কী কী আইন/বিধি-বিধান তৈরি/সংশোধন করা হয়েছে; কী কী নীতিনির্ধারণী সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে; এবং পাবলিক সার্ভিস ইনোভেশনের জন্য কী কী পদক্ষেপ নেয়া হয়েছে তালিকা আকারে তা জানতে চাওয়া হয়েছে। ওই চিঠি পাওয়ার পরপরই সংস্কার পরিকল্পনা নিয়ে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়ে বসেন আইডিআরএ’র চেয়ারম্যান।

এ সময় গ্রাহকবান্ধব বীমা খাত নিশ্চিত করা, সেবার মান বৃদ্ধি এবং সেবাকে অধিকতর গ্রাহবান্ধব করার জন্য কর্তৃপক্ষের কী ধরণের উদ্যোগ নেয়া উচ্যি সে বিষয়ে পরামর্শ তুলে ধরেন সংশ্লিষ্টরা।

Facebook Comments Box
advertisement

Posted ৯:২৪ অপরাহ্ণ | বুধবার, ১৩ নভেম্বর ২০২৪

desharthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

ক্যালেন্ডার

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
ভারপ্রাপ্ত সম্পাদক
গোলাম ফারুক
Contact

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

Phone: 01759881611

E-mail: editor@desharthonity.com