নিজস্ব প্রতিবেদক | রবিবার, ১০ নভেম্বর ২০২৪ | প্রিন্ট
বীমা খাতে স্বচ্ছতা বাড়ানোর উপায় ও পদ্ধতি সহ বিভিন্ন বিষয় নিয়ে বাংলাদেশ ইনস্টিটিউট ফর প্রফেশনাল ডেভেলপমেন্ট লিমিটেড (বিআইপিডি) মঙ্গলবার (১২নভেম্বর) ‘How to Enhance Transparency in Insurance Business’ শীর্ষক দিনব্যাপী সেমিনারের আয়োজন করেছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মোহাম্মদ জয়নুল বারী, চেয়ারম্যান-সাধারণ বীমা কর্পোরেশন, সাবেক চেয়ারম্যান- বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) এবং সাবেক সচিব- গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ড. মোহাম্মদ সোহরাব উদ্দিন, AIA (UK), FCA (USA), সাবেক চেয়ারম্যান, জীবন বীমা ও সাধারণ বীমা কর্পোরেশন এবং সাবেক ডেপুটি গভর্নর, বাংলাদেশ ব্যাংক।
সেমিনারে স্বাগত বক্তব্য রাখবেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের বিশিষ্ট অধ্যাপক এবং বিআইপিডির একাডেমিক কাউন্সিল-এর চেয়ারম্যান প্রফেসর ড. মোহাম্মদ কায়কোবাদ এবং সভাপতিত্ব করবেন ইনস্টিটিউট ফর ইনক্লুসিভ ফাইন্যান্স এন্ড ডেভেলপমেন্ট (আইএনএম)-এর এক্সিকিউটিভ ডিরেক্টর এবং বিআইপিডির একাডেমিক কাউন্সিল-এর ভাইস চেয়ারম্যান ড. মোস্তফা কামাল মুজেরী। এছাড়া উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নাসির উদ্দিন আহমেদ, প্রেসিডেন্ট- বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশন, মোহাম্মদ কুদ্দুস খান, সাবেক সচিব- গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ও সাবেক সদস্য -আইডিআএ এবং ড. শেখ মহ: রেজাউল ইসলাম, সাবেক অতিরিক্ত সচিব এবং সাবেক নির্বাহী পরিচালক-আইডিআরএ।
সেমিনারে দেশি ও বিদেশি বিশেষজ্ঞবৃন্দ নিম্নোক্ত প্রবন্ধসমূহ উপস্থাপন করবেন-
বীমা ব্যবসায় স্বচ্ছতার গুরুত্ব। বাংলাদেশের পরিপ্রেক্ষিতে ইন্স্যুরেন্স ব্যবসার স্বচ্ছতা ও ভাবমূর্তি বৃদ্ধি করা। বীমা খাতে স্বচ্ছতা বাড়ানোর উপায় ও পদ্ধতি। স্বচ্ছতা বাড়ানোর জন্য আর্থিক প্রতিবেদনের মানদন্ডের অন্তর্নিহিততা। বাংলাদেশের বীমা ব্যবসায় স্বচ্ছতা বাড়ানোর জন্য টেকসই অনুশীলন। বীমা খাতে স্বচ্ছতা বৃদ্ধি এবং বিশ্বাস গড়ে তোলায় বিভিন্ন উদ্ভাবন এবং প্রযুক্তির ভূমিকা। বীমা খাতে স্বচ্ছতা নিশ্চিতকরণে ওউজঅ এর ভূমিকা। বাংলাদেশের বীমা শিল্পের পরিপ্রেক্ষিতে বীমা নিরীক্ষা। তাকাফুলের স্বচ্ছতা- একটি বাস্তবিক দৃষ্টিকোণ। ব্যবসার স্বচ্ছতা বৃদ্ধিতে ক্রেডিট রেটিং এজেন্সির ভূমিকা। আস্থা ও স্বচ্ছতা বৃদ্ধিতে বীমা নিয়ন্ত্রক সংস্থার ভূমিকা।
Posted ৭:৫৪ অপরাহ্ণ | রবিবার, ১০ নভেম্বর ২০২৪
desharthonity.com | Rina Sristy