সোমবার ২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

লভ্যাংশ বিতরণে ব্যর্থতায় জরিমানা দিতে হবে ৯ কোম্পানির পরিচালকদের

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ১০ নভেম্বর ২০২৪ | প্রিন্ট

লভ্যাংশ বিতরণে ব্যর্থতায় জরিমানা দিতে হবে ৯ কোম্পানির পরিচালকদের

পুঁজিবাজারে তালিকাভুক্ত ৯ কোম্পানিকে ঘোষিত লভ্যাংশ বন্টনে সময়সীমা বেঁধে দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। নির্ধারিত সময়ের মধ্যে বিনিয়োগকারীদের মধ্যে লভ্যাংশ বন্টন না করলে এসব কোম্পানিগুলোর পরিচালকদের অর্থ দন্ড দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নিয়ন্ত্রক সংস্থাটি। দন্ড হিসেবে কোম্পানিগুলোর পরিচালকদের (স্বতন্ত্র পরিচালক ব্যতিত) নিজস্ব তহবিল থেকে শেয়ারহোল্ডারদের প্রাপ্য লভ্যাংশের অর্থ পরিশোধ করতে হবে।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের সভাপতিত্বে ৯৩০ তম কমিশন সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

রোববার (১০ নভেম্বর) নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঘোষিত লভ্যাংশ বিধি মোতাবেক বন্টন না করায় পুঁজিবাজারে তালিকাভুক্ত এসব কোম্পানিসমূহকে আগামী ১৫ ডিসেম্বরের মধ্যে অপরিশোধিত লভ্যাংশ প্রদান করতে হবে। অন্যথায় ইস্যুয়ার কোম্পানির ব্যবস্থাপনা পরিচালকসহ পরিচালনা পর্ষদের পরিচালকদের (স্বতন্ত্র পরিচালক ব্যাতিত) প্রত্যেককে ব্যক্তিগত তহবিল থেকে অর্থদন্ডে দন্ডিত করা হবে।

আলোচিত কোম্পানিগুলোর মধ্যে সাফকো স্পিনিং মিলস লিমিটেডের প্রত্যেক পরিচালককে ২০ লাখ টাকা, প্যাসিফিক ডেনিমস লিমিটেডের প্রত্যেক পরিচালককে ১৩ লাখ টাকা, লুব-রেফ (বাংলাদেশ) লিমিটেডের প্রত্যেক পরিচালককে ২ লাখ ৩৫ হাজার টাকা, ওরিজা এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের প্রতিজন পরিচালককে ৪৭ লাখ টাকা, মামুন এগ্রো প্রোডাক্টস লিমিটেডের পরিচালকদের মাথাপিছু ১৩ লাখ টাকা, কৃষিবিদ ফিড লিমিটেডের প্রত্যেক পরিচালককে ১০ লাখ টাকা,কৃষিবিদ সিড লিমিটেডের প্রত্যেক পরিচালককে ১০ লাখ টাকা, বিডি পেইন্টস লিমিটেডের প্রত্যেক পরিচালককে ৯৭ লাখ টাকা, অ্যাসোসিয়েটেড অক্সিজেন লিমিটেডের প্রতি পরিচালককে ১ লাখ ৯১ হাজার কোটি টাকা পরিশোধ করতে হবে।

উল্লেখ্য, গত ৩১ অক্টোবর অনুষ্ঠিত বিএসইসি’র ৯২৯ তম কমিশন সভায় ঘোষিত লভ্যাংশ বিধি মোতাবেক বন্টন না করায় পুঁজিবাজারে তালিকাভুক্ত এডভেন্ট ফার্মা লিমিটেড কোম্পানিকে আগামী ৩০ নভেম্বর মধ্যে অপরিশোধিত লভ্যাংশ প্রদান করতে হবে অন্যথায় ইস্যুয়ার কোম্পানির ব্যবস্থাপনা পরিচালকসহ পরিচালনা পর্ষদের পরিচালকদের (স্বতন্ত্র পরিচালক ব্যাতিত) প্রত্যেককে ৪ (চার) লাখ টাকা অর্থদন্ডে দন্ডিত করার সিদ্ধান্ত গৃহীত হয়।

এছাড়া সমন্বিত গ্রাহক হিসাবে ঘাটতি থাকার কারণে সিকিউরিটিজ আইন ভঙ্গের দায়ে প্রুডেনশিয়াল ক্যাপিটাল লিমিটেড কে ৫ (পাঁচ) লাখ টাকা এবং ঘখও ঝবপঁৎরঃরবং খরসরঃবফ এনএলআই সিকিউরিটিজ লিমিটেডকে ৫ (পাঁচ) লাখ টাকা অর্থদন্ডে দন্ডিত করার সিদ্ধান্ত গৃহীত হয়। এ ধরণের ব্যর্থতা অব্যাহত থাকলে প্রতিদিনের জন্য ১০ (দশ) হাজার টাকা অর্থদন্ডে দন্ডিত করারও সিদ্ধান্ত গৃহীত হয়।

Facebook Comments Box
বিষয় :
advertisement

Posted ৭:৪১ অপরাহ্ণ | রবিবার, ১০ নভেম্বর ২০২৪

desharthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

ক্যালেন্ডার

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
ভারপ্রাপ্ত সম্পাদক
গোলাম ফারুক
Contact

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

Phone: 01759881611

E-mail: editor@desharthonity.com