সোমবার ২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

প্রবীণদের সেবা দিন, নিজের বার্ধক্যের প্রস্তুতি নিন- বিষয়ক গণসচেতনামূলক রোড শো

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ০৭ নভেম্বর ২০২৪ | প্রিন্ট

প্রবীণদের সেবা দিন, নিজের বার্ধক্যের প্রস্তুতি নিন- বিষয়ক গণসচেতনামূলক রোড শো

‘সভ্যতা’ আয়োজিত “প্রবীণদের সেবা দিন, নিজের বার্ধক্যের প্রস্তুতি নিন “ বিষয়ক গণসচেতনামূলক রোড শো বুধবার (৬ নভেম্বর) বরগুনার পথরঘাটা প্রেসক্লাবে অনুষ্ঠিত। রোড শো আয়োজন করেন সভ্যাতার প্রতিষ্ঠাতা ও সিইও-শাকিল হোসেন।

আজ থেকে একশ বছর আগে সরকারী হিসাব মতে এদেশের মানুষের গড় আয়ু ছিল ২০ বছর। চিকিৎসা বিজ্ঞানের উৎকর্ষের ফলে ২০২৪ সালে এদেশের মানুষের গড় আয়ু দাঁড়িয়েছে প্রায় ৭২ বছর প্রায়। এ বিষয়টি এক দিকে যেমন খুশির কথা ঠিক অন্যদিকে কঠিন বার্তা ভবিষ্যৎ বিশ্বের জন্য। ভবিষ্যতে এই বিশাল প্রবীণদের ভরন-পোষনের দায়িত্ব কে নিবে? কারণ সন্তানরা নিজ নিজ সংসার, চাহিদা ও আর্থিক সমস্যা নিয়ে এতটা ব্যস্ত যে, পিতা-মাতার ভরণ-পোষন থেকে নিজেদের গুটিয়ে রাখতে চেষ্ঠা করছে এবং অনেকে সফলও হচ্ছে। এই প্রবণতার বিরুদ্ধে আওয়াজ তুলে গণসচেনতামূলক আন্দোলন-এর সূচনা করা প্রয়োজন।

নিজ নিজ সন্তানকে সঠিক ধর্মীয় ও মানবতার শিক্ষা দিন। সৎ উপার্জনে সন্তানদের লালন পালন করুন। আমার সন্তান, আমার ছেলে-আমার মেয়ে বলে সব সম্পত্তি, ও জীবনের শেষ সম্বলটুকু লিখে দেওয়া ও অন্ধ বিশ্বাস থেকে বিরত থাকুন। সব মায়া আর অনুভুতিকে সাথে রেখেও বাস্তবমুখী হোন। বর্তমানে দাড়িয়ে ভবিষ্যৎকে যত সুন্দর আর নিরাপদ মনে হয়, ভবিষ্যৎ তেমন না ও হতে পারে। তাই আসুন আজ হতেই শুরু করি প্র¯ত্ততি ভবিষ্যতে নিজের প্রবীণ বা বৃদ্ধ বয়সের জন্য। – সভ্যতা প্রয় ১ যুগ যাবৎ সুবিধাবঞ্চিত প্রবীণ ও পিতামাতার ভরণ-পোষণ এর আইন ও অধিকার নিয়ে কাজ করে যাচ্ছে।

Facebook Comments Box
advertisement

Posted ৭:৫৪ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৭ নভেম্বর ২০২৪

desharthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

ক্যালেন্ডার

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
ভারপ্রাপ্ত সম্পাদক
গোলাম ফারুক
Contact

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

Phone: 01759881611

E-mail: editor@desharthonity.com