সোমবার ২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

সালেহউদ্দিন ও মনসুরের বিরুদ্ধে মার্কিন আদালতের পরোয়ানা স্থগিত

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ২৬ অক্টোবর ২০২৪ | প্রিন্ট

সালেহউদ্দিন ও মনসুরের বিরুদ্ধে মার্কিন আদালতের পরোয়ানা স্থগিত

ক্ষতিপূরণ চেয়ে যুক্তরাষ্ট্রের বিদ্যুৎ কোম্পানি স্মিথ কোজেনারেশনের করা একটি সালিশি মামলায় সালেহউদ্দিন আহমেদ ও আহসান এইচ মনসুরের বিরুদ্ধে জারি করা পরোয়ানা স্থগিত করা হয়েছে।

যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী এক ফেসবুক পোস্টে পরোয়ানা স্থগিতের বিষয়টি নিশ্চিত করেছেন।

১৯৯৭ সালে আওয়ামী লীগ সরকারের সময় হওয়া একটি চুক্তি দুই বছর পর অর্থাৎ ১৯৯৯ সালে বাতিল করার পর স্মিথ কোজেনারেশন ক্ষতিপূরণ দাবি করে যুক্তরাষ্ট্রের আদালতে ওই মামলা করেছিল।

আমেরিকাভিত্তিক সংবাদমাধ্যম ল–৩৬০ জানায়, ১৯৯৭ সালে মার্কিন বিদ্যুৎ কোম্পানি স্মিথ কোজেনারেশনের হওয়া চুক্তি ১৯৯৯ সালে বাতিলের পর বাংলাদেশের কাছ থেকে ৩১ দশমিক ৯ মিলিয়ন ডলারের ক্ষতিপূরণ চেয়ে ওই মামলা করে মার্কিন বিদ্যুৎ কোম্পানিটি।

ওই সালিশি মামলায় গত বৃহস্পতিবার এই গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। ইউএস ডিস্ট্রিক্ট বিচারক কার্ল জে নিকোলস স্মিথ মার্কিন মার্শাল সার্ভিসকে সালেহউদ্দিন আহমেদ ও আহসান এইচ মনসুরকে আদালতে হাজির করার নির্দেশ দেন বলে প্রতিবেদনে বলা হয়।

সালেহউদ্দিন আহমেদ বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা আর আহসান এইচ মনসুর বাংলাদেশ ব্যাংকের গভর্নর। গত ২১ অক্টোবর আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) ও বিশ্বব্যাংকের বার্ষিক সভায় যোগ দিতে ওয়াশিংটন ডিসিতে যান সালেহউদ্দিন আহমেদ। অর্থ উপদেষ্টার নেতৃত্বে যুক্তরাষ্ট্র সফরকারী দলে রয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর।

ফেসবুকে মুশফিকুল ফজল আনসারী লিখেছেন— ‘১৯৯৭ সালে স্মিথ কোজেনারেশন তৎকালীন বাংলাদেশের সরকারের সাথে একটি বিদ্যুৎ ক্রয় চুক্তি স্বাক্ষর করেছিল এবং দেশের উত্তরাঞ্চলে একটি বার্জ-মাউন্টেড বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের জন্য অনুমতি প্রদান করেছিল সরকার। এই মামলায় দীর্ঘ প্রায় ২৫ বছর পর ওয়াশিংটন ডিসি সার্কিট কোর্ট অনেকটা এখতিয়ার বহির্ভূত একটি রায় প্রদান করে, যা আজ শুক্রবার আদালত কর্তৃক স্থগিত করা হয়।’

‘যদিও বিষয়টির সাময়িক অবসান ঘটেছে তবে লুটেরা সরকারের দায় রক্তস্নাত বিপ্লবের মাধ্যমে গঠিত এই অন্তর্বর্তীকালীন সরকার নিতে পারে না। বাংলাদেশ সরকারের সে সময়ে জড়িতদের বিরুদ্ধে এবং বিষয়টি বর্তমান সরকারের নজরে না এনে ধামাচাপাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া জরুরি।’

Facebook Comments Box
advertisement

Posted ২:৪৪ অপরাহ্ণ | শনিবার, ২৬ অক্টোবর ২০২৪

desharthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

ক্যালেন্ডার

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
ভারপ্রাপ্ত সম্পাদক
গোলাম ফারুক
Contact

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

Phone: 01759881611

E-mail: editor@desharthonity.com