নিজস্ব প্রতিবেদক | বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০২৪ | প্রিন্ট
আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকে ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পেয়েছেন মীর মোফাজ্জল হোসেন। এর আগে তিনি সোনালী ব্যাংক পিএলসিতে উপব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।
২০১৮ সালে মহাব্যবস্থাপক পদে পদোন্নতি পেয়ে পল্লী সঞ্চয় ব্যাংক ও বাংলাদেশ কৃষি ব্যাংক এবং ২০২১ সালে উপব্যবস্থাপনা পরিচালক পদে পদোন্নতি পেয়ে বাংলাদেশ কৃষি ব্যাংক ও সোনালী ব্যাংক পিএলসিতে দায়িত্ব পালন করেন। সিনিয়র অফিসার হিসেবে বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স করপোরেশনে তার কর্মজীবন শুরু হয়।
উল্লেখ্য, মীর মোফাজ্জল হোসেন নরসিংদী জেলার পলাশ উপজেলায় জন্মগ্রহণ করেন। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতি বিষয়ে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন এবং জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি ডিগ্রি অর্জন করেন।
Posted ৮:৩৮ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০২৪
desharthonity.com | Rina Sristy