নিজস্ব প্রতিবেদক | সোমবার, ১৪ অক্টোবর ২০২৪ | প্রিন্ট
পুঁজিবাজারে প্রকৌশলখাতে তালিকাভুক্ত কোম্পানি আলিফ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের বন্ড ইস্যু করার আবেদন বাতিল করে দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ
সোমবার (১৪ অক্টোবর) ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য মতে, কোম্পানিটি জানিয়েছে, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন গত ৮ অক্টোবর একটি চিঠির মাধ্যমে ৩০০ কোটি টাকার এআইএল কনভার্টেবল বন্ড বাতিল করে দিয়েছে। এর আগে ২০২২ সালের ২৬ মে ওই বন্ড ইস্যু করার বিষয়ে কোম্পানিটিকে সম্মতি দিয়েছিল বিএসইসি।
আলিফ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পরিচালনা পর্ষদ বন্ড ইস্যুর মাধ্যমে ৩০০ কোটি টাকা সংগ্রহ করতে চেয়েছিল। যার নাম দেওয়া হয়েছিল ‘এআইএল কনভার্টঅ্যাবল বন্ড’। বন্ড ইস্যু করার মাধ্যমে সংগৃহীত অর্থ দিয়ে কোম্পানিটি অপর একটি কোম্পানির অংশীদারিত্ব গ্রহণ করতে চেয়েছিল।
তবে রাজনৈতিক পট পরিবর্তেনের পর পুনর্গঠিত বিএসইসির কমিশন সার্বিক দিক বিবেচনা করে কোম্পানিটির বন্ড ইস্যু করার আবেদন বাতিল করে দিয়েছে।
Posted ২:০২ অপরাহ্ণ | সোমবার, ১৪ অক্টোবর ২০২৪
desharthonity.com | Rina Sristy