সোমবার ২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

পোশাক শ্রমিকদের ১৮ দফা বাস্তবায়নের দাবি

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ০৬ অক্টোবর ২০২৪ | প্রিন্ট

পোশাক শ্রমিকদের ১৮ দফা বাস্তবায়নের দাবি

পোশাক কারখানার উৎপাদন স্বাভাবিক পরিস্থিতিতে ফিরিয়ে আনতে শ্রমিকদের ১৮ দফা দাবির সবগুলোই মেনে নিয়ে শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয়ে ত্রিপক্ষীয় চুক্তি সই হয় গত ২৪ সেপ্টেম্বর। তবে সেই ১৮ দফা পুরোপুরি বাস্তবায়ন হয়নি বলে দাবি করেছেন গার্মেন্টস শ্রমিক সংগঠনের নেতারা।

রোববার (৬ অক্টোবর) ঢাকা রিপোর্টার্স ইউনিটির মিলনায়তনে ২০টি শ্রমিক সংগঠন যৌথ সংবাদ সম্মেলন করে। এতে লিখিত বক্তব্য পাঠ করেন গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সভাপতি অ্যাডভোকেট মন্টু ঘোষ।

তিনি বলেন, গত ২৪ সেপ্টেম্বর ত্রিপক্ষীয় সভায় ১৮ দফা চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তির পরদিন অর্থাৎ ২৫ সেপ্টেম্বর থেকে সব কারখানায় উৎপাদন কার্যক্রম চালু হয়। অত্যন্ত পরিতাপের বিষয় সেই ১৮ দফা বাস্তবায়ন হয়নি। দ্রুত ১৮ দফা বাস্তবায়নের দাবি জানান তিনি।

 

মন্টু ঘোষ আরও বলেন, গত ৫ আগস্ট ছাত্র-শ্রমিক-জনতার অভ্যুত্থানের ফলে শেখ হাসিনা সরকারের পতন হওয়ার পর মালিকদের নেতৃত্বেরও পরিবর্তন হয়। ফলে এক ধরনের অস্থিরতা দেখা দেয়। শ্রমিকরা তাদের দাবি-দাওয়া তুলে ধরেন। তবে সেগুলোর পুরোপুরি বাস্তবায়ন হয়নি। সেকারণে বাধ্য হয়ে শ্রমিকরা আন্দোলনে নামে। এসময় শ্রমিকদের ওপর হামলাকারীদের দ্রুত গ্রেফতার করে শাস্তির দাবিও জানান তিনি। কেউ যেন গুজব ছড়িয়ে অস্থিরতা তৈরি করতে না পারে সে ব্যাপারে সতর্ক হওয়ার কথাও বলেন তিনি।

এ সময় আরও উপস্থিত ছিলেন, গার্মেন্টস শ্রমিক ঐক্য ফোরামের সভাপতি মোশরেফা মিশু, বাংলাদেশ টেক্সটাইলস গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি মাহবুবুর রহমান ইসমাঈল, জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি আমিরুল হক আমিন, বাংলাদেশ পোশাক শিল্প শ্রমিক ফেডারেশনের সভাপতি তৌহিদুর রহমান, বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কার্স ফেডারেশনের সাধারণ সম্পাদক বাবুল আকতার প্রমুখ।

Facebook Comments Box
advertisement

Posted ২:২৪ অপরাহ্ণ | রবিবার, ০৬ অক্টোবর ২০২৪

desharthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

ক্যালেন্ডার

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
ভারপ্রাপ্ত সম্পাদক
গোলাম ফারুক
Contact

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

Phone: 01759881611

E-mail: editor@desharthonity.com