নিজস্ব প্রতিবেদক | বুধবার, ০২ অক্টোবর ২০২৪ | প্রিন্ট
পুঁজিবাজারে ধারাবাহিক দর পতনের প্রতিবাদে মানববন্ধন করেছেন বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদের বিনিয়োগকারীরা। এ সময় তারা বিএসইসির নতুন চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের পদত্যাগ দাবি করেন এবং ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ গঠন করার দাবি জানান।
বুধবার (২ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় মতিঝিলে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পুরাতন ভবনের সামনে সংগঠনটির বিনিয়োগকারীরা মানববন্ধন করেন।
এ সময় মানববন্ধন কর্মসূচিতে বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদের একাংশের সভাপতি মিজানুর রশিদ চৌধুরীসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদের অর্থ সম্পাদক মো. সাজ্জাদুর রহমান রাইজিংবিডিকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, পুঁজিবাজারের ধারাবাহিক দর পতন অভ্যাহত রয়েছে। এ পরিস্থিতিতে বিনিয়োগকারীদের পিঠ দেয়ালে ঠেকে গেছে। এখন বিনিয়োগকারীদের একটাই দাবি, বিএসইসির নতুন চেয়ারম্যানের পদত্যাগ। একইসঙ্গে আমরা সরকারের কাছে দুই স্টক এক্সচেঞ্জ বাদ দিয়ে একটি ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ গঠনের দাবি জানাচ্ছি। আর সদস্যভুক্ত মার্চেন্ট ব্যাংকগুলোকে পুঁজিবাজারের প্রত্যক্ষ ও পরোক্ষভাবে অংশগ্রহণ থেকে বিরত রাখার দাবি জানাচ্ছি।
বুধবার দুপুর ১২টা ২০ মিনিট পর্যন্ত ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ১০১.৬৯ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৪৮৪ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ২৬.৮০ পয়েন্ট কমে ১ হাজার ২২৫ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ৩৬.৬৩ পয়েন্ট কমে ২ হাজার ২ পয়েন্টে অবস্থান করছে।
অপরদিকে, সিএসইর প্রধান সূচক আগের দিনের চেয়ে ১৪৯.৩১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৯ হাজার ৩২২ পয়েন্টে। সার্বিক সূচক সিএএসপিআই আগের দিনের চেয়ে ২২৭.২৭ পয়েন্ট কমে অবস্থান করছে ১৫ হাজার ৩৬৯ পয়েন্টে।
Posted ১:১২ অপরাহ্ণ | বুধবার, ০২ অক্টোবর ২০২৪
desharthonity.com | Rina Sristy