নিজস্ব প্রতিবেদক | রবিবার, ২৫ আগস্ট ২০২৪ | প্রিন্ট
পুঁজিবাজারে প্রকৌশল খাতে তালিকাভুক্ত কোম্পানি জিপিএইচ ইস্পাত লিমিটেডের পরিচালনা পর্ষদ রাইট শেয়ার ইস্যু করার সিদ্ধান্ত নিয়েছে। নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন পেলে কোম্পানিটি ১:৩ হিসেবে অর্থাৎ বিদ্যমান তিনটি শেয়ারের বিপরীতে একটি রাইট শেয়ার ইস্যু করবে।
রোববার (২৫ আগস্ট) ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
এর আগে বৃহস্পতিবার (২২ আগস্ট) অনুষ্ঠিত জিপিএইচ ইস্পাতের পরিচালনা পর্ষদের বৈঠকে রাইট শেয়ার ইস্যু সংক্রান্ত আলোচিত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
১৫ টাকা দরে আলোচিত রাইট শেয়ার ইস্যু করবে জিপিএইচ ইস্পাত। অর্থাৎ ১০ টাকা অভিহিত মূল্যের প্রতিটি শেয়ারের বিপরীতে ৫ টাকা করে প্রিমিয়াম নেওয়া হবে। কোম্পানিটি রাইট অফারের মাধ্যমে ১৬ কোটি ১২ লাখ ৯৪ হাজার ৪৮৫টি শেয়ার ইস্যু করে ২৪১ কোটি ৯৪ লাখ টাকা সংগ্রহ করবে।
রাইট শেয়ার ইস্যুর মাধ্যমে সংগ্রহ করা অর্থ কোম্পানির সম্প্রসারিত কারখানার জন্য ফারনেস বা চুল্লি নির্মাণে ব্যয় করা হবে, যা কোম্পানির উৎপাদন ক্ষমতা বাড়াতে ভূমিকা রাখবে। প্রকল্পটির বাস্তবায়ন শেষ হলে বছরে কোম্পানির রাজস্ব ৪৫০ কোটি টাকা বাড়বে বলে আশা করছেন কর্তৃপক্ষ।
রাইট শেয়ার ইস্যুর বিষয়ে শেয়ারহোল্ডারদের মতামত জানতে আগামী ২০ অক্টোবর বিকাল সাড়ে ৩টায় বিশেষ সাধারণ সভা (ইজিএম) আহ্বান করেছে জিপিএইচ ইস্পাত। ডিজিটাল প্ল্যাটফরমে এই ইজিএম অনুষ্ঠিত হবে। এজন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১৮ সেপ্টেম্বর।
Posted ১:৩৭ অপরাহ্ণ | রবিবার, ২৫ আগস্ট ২০২৪
desharthonity.com | Rina Sristy