সোমবার ২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

ডিএসইর চেয়ারম্যানের পদত্যাগ

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ১৯ আগস্ট ২০২৪ | প্রিন্ট

ডিএসইর চেয়ারম্যানের পদত্যাগ

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) চেয়ারম্যান অধ্যাপক ড. হাফিজ মো. হাসান বাবু পদত্যাগ করেছেন। রোববার (১৮ আগস্ট) তিনি মেইলে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. মোহসীন চৌধুরী বরাবর পদত্যাগপত্র জমা দিয়েছেন।

সোমবার (১৯ আগস্ট) ডিএসইর উপ-মহাব্যবস্থাপক মো. শফিকুর রহমান ও বিএসইসির নির্বাহী পরিচালক মোহাম্মদ রেজাউল করিম রাইজিংবিডিকে নিশ্চিত করেছেন।

২০২৩ সালের ৫ মার্চ ডিএসই ডিএসইর ১০৫৪তম পরিচালনা পর্ষদ সভায় তাকে চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করা হয়।

ড. হাফিজ মুহম্মদ হাসান বাবু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদের ডিন এবং কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের অধ্যাপক হিসেবে কর্মরত আছেন৷ এছাড়া তিনি বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নির্বাচিত সিনেট সদস্য এবং বাংলাদেশ আ্যাক্রেডিটেশন কাউন্সিলে রাষ্ট্রপতি কর্তৃক নিয়োগকৃত খণ্ডকালীন সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন৷

অধ্যাপক ড. হাসান বাবু বর্তমানে আন্তর্জাতিক ইন্টারনেট সোসাইটির বাংলাদেশ চ্যাপ্টারের সভাপতি৷ এছাড়া তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোবটিক্স অ্যান্ড মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ও প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হিসেবে কর্মরত ছিলেন৷ তিনি বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানি লিমিটেড-এর পরিচালনা পর্ষদের একজন পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন৷

সাম্প্রতিক রাজনৈতিক পট পরিবর্তনের প্রেক্ষিতে গত রোববার (১১ আগস্ট) বিএসইসির চেয়ারম্যান পদ থেকে অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম পদত্যাগ করেন। এর একদিন পর সোমবার (১২ আগস্ট) পদত্যাগ করেন সংস্থাটির দুইজন কমিশনার অধ্যাপক ড. শেখ শামসুদ্দিন আহমেদ ও ড. রুমানা ইসলাম। চেয়ারম্যান ও দুই কমিশনারের পদত্যাগের পর পুঁজিবাজার অনেকটা নেতৃত্বহীন অবস্থায় চলছিল।

অভিভাবকহীন এ অবস্থা থেকে দেশের পুঁজিবাজারের হাল ধরতে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদ সার্বিক দিক বিবেচনা করে গত মঙ্গলবার (১৩ আগস্ট) মাশরুর রিয়াজকে বিএসইসির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দেয়। তবে মাসরুর রিয়াজের যোগ্যতা ও অন্যান্য বিভিন্ন বিষয় নিয়ে প্রশ্ন তোলে বিএসইসির অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। পরবর্তীতে ভুল বুঝতে পেরে অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে মাসরুর রিয়াজকে বিএসইসিতে যোগদানের জন্য স্বাগত জানানো হয়। কিন্তু মাসরুর রিয়াজ বিএসইসিতে যোগদান করতে অপারগতা প্রকাশ করে গত শনিবার (১৭ আগস্ট) বিবৃতি দেন। এর পরিপ্রেক্ষিতে রোববার (১৮ আগস্ট) সার্বিক দিক বিবেচনা করে খন্দকার রাশেদ মাকসুদকে নিয়োগ দিয়েছে উপদেষ্টা পরিষদ।

Facebook Comments Box
advertisement

Posted ৩:৫১ অপরাহ্ণ | সোমবার, ১৯ আগস্ট ২০২৪

desharthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

ক্যালেন্ডার

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
ভারপ্রাপ্ত সম্পাদক
গোলাম ফারুক
Contact

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

Phone: 01759881611

E-mail: editor@desharthonity.com