নিজস্ব প্রতিবেদক | সোমবার, ০৫ আগস্ট ২০২৪ | প্রিন্ট
দেশের সব তৈরি পোশাক কারখানা বন্ধ রাখার ঘোষণা দিয়েছে তৈরি পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএ। চলমান ছাত্র আন্দোলনের কারণে এ সিদ্ধান্ত নিয়েছে তারা।
রোববার (৪ আগস্ট) বিজিএমইএ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে সই করেন বিজিএমইএর সভাপতি এস এম মান্নান কচি।
এতে বলা হয়, উদ্ভূত পরিস্থিতি বিবেচনায় শ্রমিক কর্মচারী ভাইবোনদের সার্বিক নিরাপত্তার কথা চিন্তা করে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সারা দেশের সব পোশাক শিল্প কারখানা বন্ধ রাখার জন্য মালিকদের প্রতি অনুরোধ করা হলো।
এর আগে এক দফা দাবিতে রোববার শিক্ষার্থীদের ডাকা অসহযোগ আন্দোলনের গাজীপুরসহ দেশের গার্মেন্টস অধ্যুষিত এলাকায় সংঘর্ষের ঘটনা ঘটেছে।
Posted ২:৩২ অপরাহ্ণ | সোমবার, ০৫ আগস্ট ২০২৪
desharthonity.com | Rina Sristy