নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার, ৩০ জুলাই ২০২৪ | প্রিন্ট
মৎস্যখাতে অবদানের স্বীকৃতিস্বরূপ ২২ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে জাতীয় মৎস্য পদক দেওয়া হবে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মো. আবদুর রহমান।
মঙ্গলবার (৩০ জুলাই) সকালে মৎস্য অধিদপ্তরের সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এ কথা জানান।
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এবং মৎস্য অধিদপ্তরের উদ্যোগে মঙ্গলবার (৩০ জুলাই) থেকে ৫ আগস্ট পর্যন্ত জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপিত হবে।
মন্ত্রী বলেন, জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে গৃহীত কেন্দ্রীয় কর্মসূচি এবং দেশের সব জেলা-উপজেলায় স্থানীয়ভাবে ৭ দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করা হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার (৩১ জুলাই) সকাল সাড়ে ১০টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন করবেন। এ অনুষ্ঠানে মৎস্যখাতে উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতিস্বরূপ ২২ জন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে জাতীয় মৎস্য পদক দেওয়া হবে, যার মধ্যে রয়েছে ৬টি স্বর্ণ, ৮টি রৌপ্য ও ৮টি ব্রোঞ্জ পদক।
তিনি আরও বলেন, বুধবার দুপুর ১২টায় প্রধানমন্ত্রী গণভবন লেকে মাছের পোনা অবমুক্ত করবেন। তৃতীয় দিন (১ আগস্ট) সকাল ১০টায় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বঙ্গভবনের পুকুরে মাছের পোনা অবমুক্ত করবেন। সপ্তাহের চতুর্থ দিন বিএফআরআই থেকে একটি সেমিনার ঢাকায় অনুষ্ঠিত হবে। পঞ্চম দিন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সংসদ ভবন লেকে মাছের পোনা অবমুক্ত করবেন। ৬ষ্ঠ ও ৭ম দিনে যথাক্রমে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের মেয়রদের মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচি বাস্তবায়িত হবে।
তিনি বলেন, এছাড়াও কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিভিন্ন জলাশয়ে মাছের পোনা অবমুক্তকরণ, জাতীয় দৈনিক পত্রিকায় নিবন্ধ প্রকাশ, ইলেকট্রনিক মিডিয়ায় আলোচনা অনুষ্ঠান, মৎস্য খাতের সাফল্য নিয়ে ভিডিও প্রদর্শন এবং মৎস্য খাতে বর্তমান সরকারের অবদান ও অর্জন নিয়ে টিভিসি প্রচার করা হবে। তাছাড়াও দেশের সব জেলা-উপজেলায় সপ্তাহব্যাপী আলোচনা সভা, সেমিনার, র্যালি, পোনা অবমুক্তকরণ, স্থানীয় পর্যায়ে সফল মৎস্যচাষি ও উদ্যোক্তাদের পুরস্কার বিতরণ, মৎস্য খাতে সরকারের সাফল্য তুলে ধরে প্রামাণ্যচিত্র প্রদর্শন, মৎস্যচাষিদের জন্য বিশেষ পরামর্শ সেবা, রচনা/কুইজ প্রতিযোগিতা, সুফলভোগীদের প্রশিক্ষণ ও উপকরণ বিতরণসহ বিভিন্ন কর্মসূচি পালিত হবে।
Posted ৩:৪৭ অপরাহ্ণ | মঙ্গলবার, ৩০ জুলাই ২০২৪
desharthonity.com | Rina Sristy