মঙ্গলবার ২৬শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১১ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

ইয়াকিন পলিমারের ১ কোটি ৭২ লাখ শেয়ার হস্তান্তরের ঘোষণা

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ০৪ জুলাই ২০২৪ | প্রিন্ট

ইয়াকিন পলিমারের ১ কোটি ৭২ লাখ শেয়ার হস্তান্তরের ঘোষণা

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইয়াকিন পলিমার লিমিটেডের প্রায় দেড় কোটি শেয়ার হস্তান্তরের ঘোষণা এসেছে। কোম্পানি­টির ৪ উদ্যোক্তা, ২ জন পরিচালক, ১ কর্পোরেট উদ্যোক্তা এবং ১ কর্পোরেট পরিচালক কোম্পানিটির ১ কোটি ৭২ লাখ ৪৬ হাজার ৫৫৯ টি শেয়ার হস্তান্তরের ঘোষণা দিয়েছেন।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির উদ্যোক্তা জুলিয়া পারভিন, মালিহা পারভিন ও কাজী এমদাদুল হক কোম্পানিটির মোট ৩২ লাখ ২৯ হাজার ৭৯০ টি শেয়ার উপহারের আদলে মোহাম্মদ হারুনর রশিদের কাছে হস্তান্তর করবেন।

এবং আরেক উদ্যোক্তা এসকে. জামিল হোসেন ১৪ লাখ ৭৫ হাজার ৪৮১ শেয়ার দিদারুল আলমের কাছে হস্তান্তর করবেন।

এছাড়াও কোম্পানিটির পরিচালক কাজী আনোয়ারুল হক এবং কর্পোরেট পরিচালক ইয়াকিন এগ্রো প্রোডাক্টস লিমিটেড ইয়াকিন পলিমারের ৫৫ লাখ ৪৬ হাজার ১৪৭ টি শেয়ার চাকলাদার রেজুয়ানুল আলমের কাছে হস্তান্তর করবেন।

অন্যদিকে কোম্পানিটির কর্পোরেট উদ্যোক্তা সাতক্ষীরা ফিড ইন্ডাস্ট্রিজ লিমিটেড এবং পরিচালক এস. এম. আক্তার কবির তাদের হাতে থাকা ৬৯ লাখ ৯৫ হাজার ১৪১ টি শেয়ার ক্যাপিটা প্যাকেজিং সলিউশন লিমিটেডের কাছে হস্তান্তর করবেন।

আগামী ১৫ জুলাইয়ের মাঝে আলোচ্য শেয়ারগুলো ডিএসইর ট্রেডিং সিস্টেমের বাইরে গিয়ে হস্তান্তর করা হবে। নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড কমিশনের (বিএসইসি) অনুমোদন অনুযায়ী, এসব শেয়ার লেনদেনের বাইরে উপহার হিসেবে হস্তান্তর করা হবে।

Facebook Comments Box
advertisement

Posted ২:৫২ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৪ জুলাই ২০২৪

desharthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

ক্যালেন্ডার

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
ভারপ্রাপ্ত সম্পাদক
গোলাম ফারুক
Contact

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

Phone: 01759881611

E-mail: editor@desharthonity.com