নিজস্ব প্রতিবেদক | বুধবার, ২৬ জুন ২০২৪ | প্রিন্ট
পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি সোনালী লাইফ ইন্স্যুরেন্সে লভ্যাংশ সংক্রান্ত পর্ষদ সভা আপাতত হচ্ছে না। বিধি অনুসারে, হিসাববছর শেষ হওয়ার ১৮০ দিনের মধ্যে জীবনবীমা কোম্পানির পর্ষদ সভা আহ্বান করে ওই সভায় নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন উপস্থাপন করতে হয়। পর্ষদ সদস্যরা আর্থিক প্রতিবেদন অনুমোদন করলে সভায় সাধারণত লভ্যাংশ সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়া হয়। কিন্তু বিশেষ পরিস্থিতির কারণে সোনালী লাইফের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্ষদ সভায় উপস্থাপন করা সম্ভব নয় বলে বীমা খাতের নিয়ন্ত্রক সংস্থা আইডিআরএ ওই সভা স্থগিত রাখার নির্দেশ দিয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র জানিয়েছে, আইডিআর সোনালী লাইফের পর্ষদ ভেঙ্গে দিয়ে নতুন পর্ষদ গঠন করে দিয়েছে। এ কারণে নির্ধারিত সময়ের মধ্যে নিরীক্ষা সম্পন্ন করিয়ে পর্ষদ সভায় উপস্থাপন করা সম্ভব হচ্ছে না।
উল্লেখ, সোনালী লাইফে ব্যাপক দুর্নীতির অভিযোগে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) কোম্পানিটির পরিচালনা পর্ষদ ভেঙ্গে দিয়ে নতুন পর্ষদ গঠন করেছে।
Posted ১:৫৫ অপরাহ্ণ | বুধবার, ২৬ জুন ২০২৪
desharthonity.com | Rina Sristy