সোমবার ২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

ট্রেনে ঈদযাত্রা: শুরুর দিনেই শিডিউল বিপর্যয়

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ১২ জুন ২০২৪ | প্রিন্ট

ট্রেনে ঈদযাত্রা: শুরুর দিনেই শিডিউল বিপর্যয়

ঈদুল আজহা উপলক্ষে শুরু হয়েছে ট্রেনে ঈদযাত্রা। তবে শুরুর দিনেই বিলম্বে শিডিউল বিপর্যয় ঘটেছে। বিলম্বে ট্রেন ছাড়ায় গরমে চরম ভোগান্তি পোহাতে হয় যাত্রীদের। গরমের মধ্যে প্ল্যাটফর্ম ভর্তি মানুষ অপেক্ষা করতে দেখা গেছে ট্রেনের জন্য।

ট্রেনের রেকগুলোতে কোচ সংযোজন ভুল হওয়ায় বিলম্ব হয়েছে বলে জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।

বুধবার ট্রেনে ঈদযাত্রার শুরুর দিনে ঢাকা থেকে দিনের প্রথম ট্রেন রাজশাহীগামী ধূমকেতু এক্সপ্রেস (৭৬৯) ছেড়ে যায় সকাল ৭টা ২০ মিনিটে। সিডিউল অনুযায়ী ট্রেনটি ভোর ৬টায় ছাড়ার কথা ছিল।
বিলম্বে ছেড়েছে দিনের অন্যান্য ট্রেনও। দ্বিতীয় ট্রেন পর্যটক এক্সপ্রেস (৮১৬) ভোর ৬টা ১৫ মিনিটে যাত্রা করার কথা থাকলেও ছেড়ে গেছে ৬টা ৫০ মিনিটে। এরপরের ট্রেন সিলেটগামী পারাবত এক্সপ্রেস (৭০৯) দুই ঘণ্টা বিলম্বে সকাল সাড়ে ৮টায় ছেড়ে গেছে।

সরজমিনে দেখা গেছে, গত ঈদুল ফিতরের মতো এবারও প্ল্যাটফর্ম এলাকায় যেন টিকিট ছাড়া কেউ ঢুকতে না পারে সেজন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে।

যাত্রীদের ভোগান্তিমুক্ত রাখতে প্লাটফর্ম এলাকায় প্রবেশ মুখে পুলিশ, র‌্যাব এবং রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরএনবি) কন্ট্রোল রুম স্থাপন করেছে। প্লাটফর্মে প্রবেশের মুখে ট্রাভেলিং টিকিট এক্সামিনারদের (টিটিই) যাত্রীদের টিকিট চেক করতে দেখা গেছে। তবে এবার এনআইডি মিলিয়ে দেখতে দেখা যায়নি। যারা টিকিট পাননি তাদের ১-৬ নম্বর কাউন্টারে গিয়ে স্ট্যান্ডিং টিকিট সংগ্রহ করতে দেখা গেছে।

জানা গেছে, মোহনগঞ্জগামী সকাল ৮টা ১৫ মিনিটের ট্রেন মহুয়া কমিউটার (৪৩) বেলা সাড়ে ১১টায়ও ছেড়ে যায়নি। চট্টগ্রামগামী কর্ণফুলী কমিউটার (৪) ৮টা ৪৫ মিনিটে ছেড়ে যাওয়ার কথা থাকলেও সেটি সাড়ে ১১টা পর্যন্ত প্লাটফর্ম ছেড়ে পায়নি।

রংপুরগামী রংপুর এক্সপ্রেস (৭৭১) ছাড়ার কথা ছিল সকাল ৯টা ১০ মিনিটে। এটি ৪০ মিনিট বিলম্বে ৯টা ৫০ মিনিটে ছেড়েছে। ঈদ স্পেশাল ট্রেন ‘দেওয়ানগঞ্জ ঈদ স্পেশাল’ সকাল ৯টা ২৫ মিনিটে ছেড়ে যাওয়ার থাকলেও ১ ঘণ্টা বিলম্বে ছেড়েছে। পঞ্চগড়গামী একতা এক্সপ্রেস (৭০৫) সকাল ১০টা ১৫ মিনিটে ছেড়ে যাওয়ার কথা ছিল। এটি ২৫ মিনিট বিলম্বে ১০টা ৪০ মিনিটে ছেড়ে যায়।

রেলওয়ের একটি সূত্র বলছে, শুরুর দিকের দুটি ট্রেনের রেকে কোচ সংযোজন ভুল হয়। সেগুলো ঠিক করতে এক ঘণ্টার বেশি সময় লেগে যায়। এই বিলম্বের প্রভাব অন্য ট্রেনগুলোতেও পড়েছে। এজন্য ২০/৩০ মিনিট দেরি হচ্ছে।

এ বিষয়ে ঢাকা রেলওয়ে স্টেশনের স্টেশন ব্যবস্থাপক মোহাম্মদ মাসুদ সারওয়ার বলেন, “যদি কোনো ট্রেন দেরিতে আসে তাহলে ঢাকা থেকে দেরিতে ছেড়ে যায়। কারণ ট্রেনগুলো ঢাকায় আসার পরে ক্লিনিং ওয়াটারিং করা হয়। এজন্য প্রত্যেকটা ট্রেনে অন্তত এক ঘণ্টা সময় লাগে।”

Facebook Comments Box
advertisement

Posted ২:১৭ অপরাহ্ণ | বুধবার, ১২ জুন ২০২৪

desharthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

ক্যালেন্ডার

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
ভারপ্রাপ্ত সম্পাদক
গোলাম ফারুক
Contact

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

Phone: 01759881611

E-mail: editor@desharthonity.com